দেশ বিভাগে ফিরে যান

বন্ধ হয়ে যেতে পারে আপনার এসবিআই অ্যাকাউন্ট? জেনে নিন কেন

March 11, 2020 | < 1 min read

এবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে KYC বাধ্যতা মূলক। যদি কোনো গ্রাহক এখনও পর্যন্ত KYC করেনি, তাহলে অবশ্যই ২৮ ফেব্রুয়ারির মধ্যে করে নিন, নয়তো খুব সমস্যায় পরতে পারেন আপনিও। 

এসবিআই তাদের গ্রাহকদের এসএমএস পাঠিয়ে অ্যালার্ট করেছে, তাই অবশ্যই KYC করান নয়তো আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।

এই KYC মানে (Know Your Customer) গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক মজবুত করার জন্য, তবে এই KYC না করলে টাকা জমা বা তোলার ক্ষেত্রে সমস্যায় পরবেন। KYC করার জন্য গ্রাহকদের শাখা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

KYC করার জন্য গ্রাহকদের নিজেদের পরিচয় পত্র জমা দিতে হবে এবং পরিচয় পত্র হিসেবে পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড জমা দেওয়া যেতে পারে সাথে সাথে রেশন কার্ড ও বিদ্যুতের বিল। এই সমস্ত তথ্য জমা করলেই KYC সম্পূর্ণ হবে আপনার।

TwitterFacebookWhatsAppEmailShare

#sbi, #bank account, #KYC

আরো দেখুন