করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য
প্রবীণ এই বিধায়কের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Authored By:

করোনাভাইরাসে (Covid 19) আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা সিঙুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবীণ এই বিধায়কের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরসহ করোনার একাধিক উপসর্গে ভুগছিলেন রবীন্দ্রনাথবাবু। বাড়িতে তাঁর Rapid টেস্ট হয়। কিন্তু তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু জ্বর না সারায় পরিবারের লোকেরা তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে রবিবার তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, করোনা আক্রান্ত বিধায়ক।
সম্প্রতি তৃণমূলে (Trinamool) সাংগঠনিক রদবদলের পর একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন রবীন্দ্রনাথবাবু। এমনকী একাধিকবার দল ছাড়ার হুমকিও দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, সিঙুরে তাঁর জায়গায় বেচারাম মান্নাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। যা মানতে নারাজ তিনি।