প্রয়াত আহমেদ প্যাটেল, বিরাট ধাক্কা কংগ্রেসের

চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়।

November 25, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
কংগ্রেসে নেতা আহমেদ প্যাটেল, ছবি সৌজন্যে- পিটিআই

প্রয়াত কংগ্রেসের শীর্ষ নেতা আহমেদ প্যাটেল। অক্টোবরের প্রথম সপ্তাহে কোভিডে আক্রান্ত হন পটেল। চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়।

ওনার পুত্র ফয়জল প্যাটেল আজ টুইট করে এই খবর জানান। ভোর সাড়ে তিনটের সময় ওনার জীবনাবসান হয়।

আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আহমেদ প্যাটেল কংগ্রেসকে শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করেছিলেন।

প্যাটেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধীও। তার কথায়, আহমেদ প্যাটেলের ধ্যান জ্ঞান ছিল কংগ্রেস।

আহমেদ প্যাটেলের প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen