১ ডিসেম্বর থেকে খুলছে সব মেডিক্যাল কলেজ
করোনার জন্য দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশনামা জারি করল রাজ্য সরকার। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে ১ ডিসেম্বরের মধ্যে দেশের সব মেডিক্যাল কলেজ চালু করতে চিঠি পাঠান। চিঠিতে মেডিক্যাল শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) মতামতের কথাও জানানো হয়। ওই চিঠির ভিত্তিতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের কর্তারা বৈঠক করেন। তারপর এই নির্দেশ জারি করা হয়।
রাজ্য সরকার জানিয়েছে, কলেজগুলি জীবাণুমুক্ত করা ও করোনা বিধি মানার ব্যবস্থা চালু করার পরই ক্লাস চালু করা হবে। সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজই নেবে। শুধু কলেজ খুললেই হবে না, ডাক্তারি পড়ুয়াদের পঠনপাঠনের জন্য প্রতিটি মেডিক্যাল কলেজকে পর্যাপ্ত সংখ্যক নন করোনা বেডের ব্যবস্থা রাখতে হবে। সাধ্যমতো সেই ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা।