রাজ্য বিভাগে ফিরে যান

অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে আজ মধ্যমণি মমতা

December 2, 2020 | < 1 min read

আজ অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন (Oxford University) ডিবেটে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রথম মহিলা নেত্রী হিসেবে এই ডিবেটে অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ইউনিয়ন ডিবেটে অংশ নেওয়ার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে জুলাই মাসে অনুরোধ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এদিন বেলা ২.৩০ মিনিট থেকে শুরু হবে সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ধ্যা ৫টা নাগাদ বক্তব্য রাখার কথা। বিশ্বের সব থেকে বড় বিতর্কসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পাওয়ায় আপ্লুত তৃণমূলকর্মী-সহ তাঁর অনুগামীরা।

বার্ষিক এই ডিবেটে আগামিকাল ভার্চুয়াল মোডে বাংলার উন্নয়ন নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ডিবেটের জন্য অনলাইনে প্রশ্ন জমা দিয়েছেন পড়ুয়ারা। প্রায় ৬০০ প্রশ্ন জমা পড়েছে। তারমধ্যে বাছাই করা প্রশ্ন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে এই ডিবেটে রোনাল্ড রেগান, জিমি কার্টার, দলাই লামা, মাইকেল জ্যাকসন, চার্চিল, আইনস্টাইন, মাদার টেরেসা প্রমুখ ব্যক্তিত্ব অংশ নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#oxford debate, #Mamata Banerjee, #oxford university

আরো দেখুন