কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় করোনাজয়ী এক লক্ষের বেশি

December 7, 2020 | 2 min read

করোনা পর্বে কলকাতা নিয়ে দুশ্চিন্তা ছিল সবচেয়ে বেশি। সেই দুশ্চিন্তা এখনও পুরোপুরি কাটেনি। বর্তমানে শহরে মানুষজনের যাতায়াত, বাস-অটোতে ভিড় দেখে মনে হয়, পরিস্থিতি ঠিক যেন সেই কোভিডের আগের মতোই। এই বুঝি ফের বাড়াবাড়ি শুরু হল সংক্রমণের। তারই মধ্যে যথেষ্ট স্বস্তি দিচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান—করোনা (Coronavirus) জয় করলেন শহরের এক লাখেরও বেশি মানুষ।

স্বাস্থ্য দপ্তরের ৫ ডিসেম্বরের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, কলকাতায় (Kolkata) এখনও পর্যন্ত করোনা জয় করেছেন এক লক্ষ ২ হাজার ১৬৭ জন। স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী, শহরে মোট আক্রান্ত হয়েছিলেন এক লক্ষ ১০ হাজার ৭৩৭ জন, যা রাজ্যে সর্বাধিক। তার মধ্যে ৯২ শতাংশের বেশিই এখন সুস্থ! ৫০ লক্ষ জনসংখ্যার এই শহরে বর্তমানে করোনা রোগী রয়েছেন মাত্র ৫৯০৫ জন।

কলকাতার পরই করোনাজয়ীদের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে কোভিড-কবলিত লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা। যেমন লাখেরও বেশি মানুষ এই জেলায় কোভিডে আক্রান্ত হয়েছেন, তেমন সুস্থও হয়ে উঠেছেন বহু। সংখ্যাটা ৯৭ হাজার ২৬৪ জন। আর কয়েকদিনের মধ্যেই সেখানেও লাখের বেশি রোগী করোনা জয় করবেন বলে আশাবাদী স্বাস্থ্য দপ্তর।

ঘনবসতিপূর্ণ এই জেলায় বর্তমানে (৫ ডিসেম্বর পর্যন্ত) করোনা আক্রান্ত রয়েছেন ৫১৪৪ জন।

কলকাতা পুরসভার (Kolkata Municipality) স্বাস্থ্য উপদেষ্টা ডাঃ তপনকুমার মুখোপাধ্যায় বলেন, ‘যত দিন গড়িয়েছে শহরে করোনার চিকিৎসা আরও গোছানো হয়েছে। ১০০টিরও বেশি জায়গায় আমরা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করেছি। তারই ফল মিলছে এখন। কিন্তু শহরে যে কাতারে কাতারে মানুষ মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছেন? কলকাতা পুলিসের সঙ্গে কথা বলে কোনও ব্যবস্থা বা জরিমানার ব্যবস্থা চালু করা কি সম্ভব নয়? ডাঃ মুখোপাধ্যায়ের উত্তর, সেটা সরকারের শীর্ষস্তরের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। পদক্ষেপ করা হলে নিশ্চয়ই পরিস্থিতি বদলাবে। স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তীর কথায়, নিঃসন্দেহে অনেকটাই স্বস্তির এই পরিসংখ্যান। যদিও, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। শত উদ্যোগ সত্ত্বেও কখন যে ছবিটা পাল্টে যাবে, আমরা কেউই জানি না। তা‌ই অত্যন্ত সতর্ক থাকতে হবে। মাস্ক পরা ও দূরত্ববিধি মানার নিয়ম কড়াভাবে পালন করতে হবে।

শুধু কলকাতা বা উত্তর ২৪ পরগনাই নয়, সামগ্রিকভাবে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। ৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ লাখ ছুঁইছুঁই— ৪ লক্ষ ৯৯ হাজার ৬৯৭ জন! তার মধ্যে করোনা জয় করেছেন ৪ লক্ষ ৬৭ হাজার ৫৬ জন। সক্রিয় আক্রান্তের বিচারে সবচেয়ে বেশি স্বস্তিদায়ক জায়গায় রয়েছে তিন জেলা। যার ম঩ধ্যে অন্তত দু’টি জেলায় করোনা সংক্রমণ রাজ্যের অন্যান্য প্রান্তের তুলনায় এত কম কেন, সেই রহস্যের এখনও কিনারা হয়নি। একটি হল ঝাড়গ্রাম (Jhargram)। অন্যটি কালিম্পং। ঝাড়গ্রামে বর্তমানে করোনায় ভুগছেন মাত্র ১৬১ জন। কালিম্পং-এ ১০১ জন। তৃতীয় নাম হল আলিপুরদুয়ার। সক্রিয় আক্রান্ত মোটে ৯৩ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #COVID Warriors

আরো দেখুন