আমরা কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব- তৃণমূল

তিনি আরো বলেন সাধারণ ভাবে যেকোন বন্ধেই দলের বা নেত্রীর সমর্থন না থাকলেও কৃষকদের স্বার্থে এই বন্ধ শান্তিপূর্ণ ভাবে সফল করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

December 8, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে কৃষক আন্দোলনে দলের সমর্থনের কথা আরো একবার স্পষ্ট করে দিলেন সুব্রত মুখার্জী (Subrata Mukherjee)।

এদিনের বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী বলেন ‘এই ঐতিহাসিক আন্দোলনে কৃষকদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব।’ তিনি আরো বলেন সাধারণ ভাবে যেকোন বন্ধেই দলের বা নেত্রীর সমর্থন না থাকলেও কৃষকদের স্বার্থে এই বন্ধ শান্তিপূর্ণ ভাবে সফল করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কৃষক আন্দোলনের (Farmers movement) সমর্থনে গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে আজ থেকে আগামী তিনদিন রাজ্যের ৩৪৪ টি ব্লকেই তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি থাকবে বলে এদিনের বৈঠকে জানান মন্ত্রী।

এছাড়াও কড়া ভাষায় বিজেপির মৃত্যুর রাজনীতির তীব্র নিন্দা করেন সুব্রত মুখার্জী। পুলিশের রিপোর্ট উদ্ধৃত করে সাংবাদিকদের জানান পুলিশের নয় বিজেপির নিজেদের শর্ট গানেই নিহত হয়েছেন উত্তরবঙ্গের বিজেপি কর্মী উলেন রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen