নাড্ডার প্ররোচনা এখানে কাজ করবে নাঃ তৃণমূল
বিজেপি সভাপতি জে পি নাড্ডার বঙ্গ সফর নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি। ওনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তৃণমূলের তরফে পাল্টা বলা হয়েছে গণ্ডগোল ছড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে।
আজ তৃণমূল ভবনে (Trinamool Bhavan) সাংবাদিক সম্মেলন করেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তিনি বলেন, গতকাল নাড্ডার প্ররোচনা এখানে কাজ করবে না। জে পি নাড্ডা কলকাতায় আসার পর থেকেই যেভাবে গণ্ডগোল ছড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে, তার নিন্দা করেন তিনি। প্ররোচনায় পা না দিতে তৃণমূল কর্মীদের অনুরোধ করেন তিনি।
সুব্রত বাবু বলেন, তৃণমূলের রিপোর্ট কার্ড (Trinamool Report Card) কর্মসূচীকে বানচাল করার জন্য পূর্বপরিকল্পিতভাবে এই সমস্ত প্ররোচনা দেওয়া হচ্ছে। এই পরিকল্পনা স্বার্থক হবে না।
সুব্রতর কথায়, জে পি নাড্ডা (JP Nadda) এখানে আসা থেকেই ভুলভাল বলছেন। গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়েও তিনি ভুল মন্তব্য করেন।