রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় কমেছে রাজনৈতিক খুন-ধর্ষণ, রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরের

December 11, 2020 | 2 min read

জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দেগেছে বিজেপি ও রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্য়ে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বলে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। হামলার ঘটনায় পুলিসকে দুষে কড়া আক্রমণ করেছেন রাজ্যপালও। পশ্চিমবঙ্গ পুলিসের (West Bengal Police) আচরণ রাজনৈতিক পুলিসের মত বলে কড়া সমালোচনা করেছেন ধনখড়। এই পরিস্থিতিতে পরিসংখ্যান পেশ করে রাজ্য়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা ‘ভালো’, কতটা ‘উন্নতি’ হয়েছে, তার তুলমূল্য বিচার করল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে একটি রিপোর্ট পেশ করে রাজ্যে বাম আমল ও তৃণমূল (Trinamool) আমলে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরল সরকার। তথ্য দিয়ে প্রমাণের চেষ্টা করল, রাজ্য়ে আইন-শৃঙ্খলা পরিস্থিত কতটা ভালো। দাবি করল, বিজেপি আর রাজ্যপাল রাজ্যের বিরুদ্ধে বলছে।

মুখ্যমন্ত্রীর দফতরের রিপোর্ট-

  • ২০১৯ সালের ডেটা অনুযায়ী রাজ্যে ডাকাতি, লুঠপাট, চুরি, খুন কমেছে।
  • রাজনৈতিক খুন কমেছে। ২০০১ সাল থেকে ২০১১-র মে পর্যন্ত রাজ্যে ৬৬৩টি রাজনৈতিক খুন হয়েছে। অন্য়দিকে ২০১১-র জুন থেকে ২০১৯ পর্যন্ত রাজনৈতিক খুন হয়েছে ১৫৩টি।
  • ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচার কমেছে। ২০১২ সালে যে সংখ্যাটা ছিল ২০৪৬, তা ২০১৯-এ কমে দাঁড়িয়েছে ১০৬৮।
  • সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ২ বার স্বীকৃতি পেয়েছে কলকাতা।
  • নকশাল, কেএলও জঙ্গিদের কার্যকলাপের হ্রাস ঘটেছে। পাহাড়ে শান্তি বজায় আছে।
  • সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।
  • সমস্ত উত্সব শান্তিপূর্ণভাবে হয়েছে।

প্রসঙ্গত, নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই বাংলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে, নিরাপত্তার গাফিলতির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) পাঠানো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চিঠি নবান্নে (Nabanna) পাঠিয়ে সরকারের কৈফিয়ত্ও তলব করা হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#CMO, #Law & Order, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন