কাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তার লিস্ট করছি – হুমকি সায়ন্তনের
আবার বেলাগাম সায়ন্তন।’ জেল থেকে বেরোলেই গাড়ি অ্যাক্সিডেন্ট’। বাংলায় এবার ‘উত্তরপ্রদেশ মডেল’ আমদানি করার হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। সেই কাজের জন্য তালিকা তৈরি রাখাও হয়েছে বলে দাবি করলেন তিনি।
বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের ‘মডেল’ অনুসরণ করা হবে, তা জানাতেও কোনও দ্বিধাবোধ করেননি রাজ্য বিজেপির (BJP) সাধারণ সম্পাদক। বরং বলেন, ‘উত্তরপ্রদেশে যেমন এই ধরনের মোল্লা-টোল্লাদের খুঁজে পাওয়া যায় না। কেন যায় না, জানেন? কারণ ওখানে জেল থেকেই বেরোলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। লিস্ট তৈরি করছি, কাদের কাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, বীরভূমে একজন আছে, তাঁর গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, দক্ষিণ ২৪ পরগনায় দু’চারটে আছে, তাঁদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ওই আরাবুল (সম্ভবত তৃণমূল নেতা আরাবুল ইসলাম) না নিরাবুল, কি নাম -এরকম বেশ কয়েকটার অ্যাক্সিডেন্ট হবে, কাউকে ছাড়া হবে না। কাউকে রেয়াত করা হবে না, কাউকে ক্ষমা করব না, এই গ্যারান্টি আপনাদের দিতে চাই।’
হুমকি দিয়ে সায়ন্তন আর বলেন, ‘ভরা সভায় দক্ষিণ দিনাজপুরের হাজার হাজার মানুষের সামনে কথা দিয়ে যাচ্ছি, যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, ওই শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না।ওই শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না।’