মুম্বইয়ে গেফতার সুরেশ রায়না, জামিনে মুক্তি
গ্রেফতার হলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)৷ মঙ্গলবার মুম্বইয়ের একটি ক্লাবে তল্লাশি চালানোর সময় রায়না ও বলিউডের জনপ্রিয় গায়ক গুরু রণধাওয়া-সহ ৩৪ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ৷
এদিন করোনা বিধি অনুযায়ী রাতে কার্ফু জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। নতুন বছরকে মাথায় রেখে ২২শে ডিসেম্বর থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত করোনা রুখতে বেশ কিছু নিয়ম এনেছে সরকার। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। সেখানে ছিলেন রায়না-সহ অন্যেরা। সেই জন্যই গ্রেফতার হয়েছেন তাঁরা, পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই। শোনা যাচ্ছে, গায়ক বাদশাও সেখানে উপস্থিত ছিলেন। তবে পুলিশ হানা দেওয়ার সময় তিনি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান।
আন্ধেরির জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের এই নাইট ক্লাবে রাত ২টো ৩০ মিনিট নাগাদ হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকে ৭ জন ক্লাব কর্মী-সহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যেই ছিলেন রায়না ও গুরু। আপাতত দু’জনেই জামিনে মুক্ত। ভারতীয় দন্ডবিধির ১৮৮ নম্বর ধারা ছাড়াও বম্বে পুলিশ আইন ও মহামারী আইনে এফআইআর দায়ের করা হয়ে ধৃতদের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের পরেও পানশালা খুলে রাখার জন্যই পুলিশ হানা দিয়েছিল ওই নাইট ক্লাবে।