রাজ্য বিভাগে ফিরে যান

চব্বিশে পা দিয়ে হ্যাটট্রিকের শপথ গ্রহণ তৃণমূলের

January 1, 2021 | 2 min read

ছবি : নিজস্ব

একুশ! লড়াই, আন্দোলন, সংগ্রাম, জীবন, যৌবনের ধারাপাতে জড়িয়ে আছে একুশ শব্দটি। এবার ভোটের আঙ্গিকেও তা ঢুকে পড়ল। ইংরেজি নতুন বছরের শুরুতেই কাউন্ট ডাউন শুরু হয়ে গেল, একুশ কার? ঘটনাচক্রে ২০২১ সালের প্রথম দিনেই তৃণমূল(TMC) পা রাখল ২৪ বছরে। রাজ্যের শাসক দলের নেতৃত্বের দাবি, হ্যাটট্রিক(Hattrick) করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার(Ma Mati Manush)।
করোনা(COVID19 থাবায় ২০২০ সালটি মোটেও ভালো যায়নি। রাজনীতির জগৎ হারিয়েছে কাউন্সিলার থেকে বিধায়ক, সংগঠনের প্রথম সারির নেতা থেকে কর্মীকে। ২০২১ হোক করোনা মুক্ত, সেটাই চাইছেন সকলে। মাস্ক খুলে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রার্থনা। এরইমধ্যে মাস কয়েক বাদে রাজ্যের সরকার গঠনের নির্বাচন। ফলে রাজনৈতিক দিক থেকে এই বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভোটের উত্তাপ বইতে শুরু করেছে পৌষের শীত থেকেই। বলা ভালো বিধানসভা ভোটের(BengalElection2021) প্রহর গোনাও শুরু হয়ে যাবে দিন কয়েকের মধ্যেই। আর এই প্রেক্ষাপটে আজ, শুক্রবার তৃণমূলের প্রতিষ্ঠা(TMCFoundationDay) দিবস থেকে নেতৃত্ব শপথ নিতে চাইছেন, বিজেপির বিভাজন রুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার। 


একুশ শব্দের আলাদা মাত্রা রয়েছে। নানা কারণে তাৎপর্যপূর্ণ। কবিতা, গল্প, উপন্যাস, সংগ্রামের ইতিহাসে বারবার উল্লিখিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের দিক নির্দেশ করে। বোলপুর সফরে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও ধরা পড়েছে একুশের কথা। তিনি জানান, একুশ মানে সংগ্রাম, একুশ নতুন ভোর। ফলে ২০২১ সালেও বাংলায় সরকার গঠন করবে তৃণমূল, এমনটাই দাবি নেতৃত্বের। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। উন্নয়নের নিরিখে, সাংগঠনিক শক্তিতে, মানুষের আস্থাতে আমরাই জিতব।
তৃণমূলের বাৎসরিক কর্মসূচির মধ্যে ২১ জুলাই শহিদ দিবস। এবার করোনা থাবায় ধর্মতলায় সমাবেশ করা যায়নি। ভার্চুয়াল প্ল্যাটফর্ম বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। সেদিনই তাঁর কথায় উঠে আসে বিধানসভা নির্বাচনের সুর। বলেছিলেন, বহিরাগতরা বাংলা শাসন করবে না। তারপর থেকে রাজনীতির জল অনেকটাই গড়িয়েছে। শাসক-বিরোধী বাগযুদ্ধে সরগরম রাজ্য-রাজনীতি। এই অবস্থায় প্রতিষ্ঠা দিবস থেকে বিজেপি বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #TMC foundation day, #Hattrick

আরো দেখুন