বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মহারাজ
বুধবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মঙ্গলবারই উডল্যান্ড হাসপাতাল(Woodlands Hospital) থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল৷ সুস্থ হয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সৌরভ৷ এদিন সৌরভকে পর্যবেক্ষণ করার পর পরিষ্কার জানিয়ে দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি৷
গতকাল ভিডিয়ো কনফারেন্সে কথা হয়েছিল। আজ সৌরভকে (Sourav Ganguly) দেখতে কলকাতায় এলেন দেবী শেঠি (Devi Shetty)। তিনি সৌরভকে দেখার পরই আগামিকালই সৌরভকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পরে ছুটি পেলেও তা সাময়িক হবে বলেই জানা গিয়েছে। হৃদ্রোগের চিকিৎসার দ্বিতীয় পর্ব সম্পূর্ণ করার জন্য দু’সপ্তাহের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে।
কী হবে সেই দ্বিতীয় পর্বে? জানা গিয়েছে, সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু তাঁর বাঁ দিকের ধমনীতেও দু’টি ব্লকেজ রয়েছে। ঠিক হয়েছে, কোনও রকম ঝুঁকি না-নিয়ে আরও দু’টি স্টেন্ট বসানো হবে।