উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মজুরি বৃদ্ধি উত্তরবঙ্গের চা-শ্রমিকদের, খুশি শ্রমিকরা

January 22, 2021 | 2 min read

দীর্ঘদিনের লড়াই আন্দোলনের পর দৈনিক মজুরি বৃদ্ধি পেলো উত্তরবঙ্গের (North Bengal) চা শ্রমিকদের। মজুরি ১৭৬ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হলো ২০২ টাকা। দীর্ঘদিন বাদে মজুরি বৃদ্ধিতে উচ্ছ্বসিত উত্তরবঙ্গের চা বলয়ে থাকা চা শ্রমিকরা। রাজ্য সরকারের এই নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালো একাধিক চা শ্রমিক সংগঠন থেকে শুরু করে প্রান্তিক চা শ্রমিকরা।

চা শ্রমিকদের (Tea Workers) নুন্যতম মজুরি নিয়ে গত কয়েকদিন ধরেই শ্রমিক সংগঠন গুলির সাথে মালিকপক্ষর আলোচনা চলছে। রাজ্য সরকারের উদ্যোগে একটি কমিটিও গঠন করা হয়েছিলো এবং সেই কমিটি দফায় দফায় আলোচনা ও পর্যালোচনা করে চলছে। মন্ত্রী পর্যায়েও একাধিকবার বৈঠকও হয়েছে। আগামী ১১ফেব্রুয়ারিতে আবারও বৈঠক রয়েছে। প্রক্রিয়া চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশাবলীর মাধ্যমে ইন্টেরিম হিসাবে শ্রমিকদের ২৬টাকা ও স্টাফ, সাব স্টাফদের গত ডিসেম্বর মাসে যে বেতন পেয়েছে তার ১৫% হারে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, ঘোষণায় ১ জানুয়ারি, ২১ থেকেই এই মজুরি প্রদানের কথা বলা হয়েছে।

রাজ্য সরকারের এই ঘোষণার পরই একাধিক শ্রমিক সংগঠনগুলি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা অমরনাথ ঝাঁ বলেন,” চা শ্রমিকদের নুন্যতম মজুরির আলোচনা চলছে। আগামী ১১ ফেব্রুয়ারী বৈঠক আছে। এরই মধ্যে এই ঘোষণা খুবই ভালো খবর। শ্রমিকরা লাভবান হবেন। এজন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের রাজ্য সরকার চা শ্রমিকদের প্রতি যে আন্তরিক সেটা পরিস্কার”। মেটেলি ব্লকের নাখাটি চাবাগানের শ্রমিক বেলা কুজুর বলেন, “আগে বামফ্রন্টের আমলে তিন বছর পর পর ২ থেকে ৪ টাকা মজুরি বাড়তো। এখন এক ধাক্কায় ২৬ টাকা বাড়লো। গত ২০১৮ সালে শেষ মজুরি বেড়ে ১৭৬ টাকা হয়েছিল। এই মজুরি বৃদ্ধির জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি মুখ্যমন্ত্রী চেষ্টায় চা শ্রমিকদের নুন্যতম মজুরি নির্ধারিত হবে”।

এই মজুরি বৃদ্ধির কথা ঘোষণায় বৃহস্পতিবার মুল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে স্বাগত জানিয়ে এক বাইক র‍্যালি করে। নাগরাকাটা বাইপাস এলাকায় মন্ত্রিকে বিশেষ ভাবে সংবর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন উল্লেখ্য আদিবাসী সংগঠনের সভাপতি রাজেশ লাকরা, ডুয়ার্স ডিসকাভারি সোসাইটির পক্ষে সঞ্জয় কুজুর, তৃণমূল নেতা লতিফুল ইসলাম প্রমুখ। মন্ত্রী মলয় ঘটক সেখানে বলেন, “রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী যে চা শ্রমিকদের প্রতি আন্তরিকভাবে উন্নয়ন করার চেষ্টা করে চলছে বেতন বৃদ্ধি তারই নিদর্শন সাথে শ্রমিকদের উন্নয়নে একাধিক প্রকল্প নিয়েছেন। বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলোন রাজ্য সরকারের বিরুদ্ধে শুধুই মিথ্যাচার করে চলছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #tea workers

আরো দেখুন