দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপির নেতৃত্বকে বুড়ো আঙুল দেখিয়ে রানাঘাটে নিজেকে প্রার্থী ঘোষণা দলবদলু পার্থসারথীর

February 9, 2021 | < 1 min read

বিজেপির(BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) অথবা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে অস্বীকার করে চলেছেন তৃণমূল(TMC) থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতারা।

গত এক মাসের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করে ফ্লেক্স ব্যানার টাঙ্গিয়ে প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া তিন নেতা।

এবার নদীয়ার রানাঘাটের(Ranaghat) নিজেকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন তৃণমূল থেকে কয়েক দিন আগে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়(Parthasarathi Chatterjee)।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যতই ঐক্যের কথা বলুন না কেন, আদি বনাম নব্যদের ঠান্ডা লড়াই চলছেই। এই লড়াই ভোটবাক্সে কিভাবে প্রতিফলিত হবে সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#BJPvsBJP, #Parthasarathi Chatterjee, #bjp, #ranaghat

আরো দেখুন