দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আগামী ৫০ বছর পর্যন্ত বাংলার মাটিতে তৃণমূল থাকবে, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

February 13, 2021 | 3 min read

আজ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কুলপিতে(Kulpi) এক জনসভায় তৃণমূল(TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বিজেপিকে(BJP) চ্যালেঞ্জ করে বলেন, ‘২৫০-এর বেশি আসন পেয়ে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা(Mamata Banerjee)। আগামী ৫০ বছর পর্যন্ত বাংলার মাটিতে তৃণমূল থাকবে। চ্যালেঞ্জ করছি। দক্ষিণ ২৪ পরগনায় ৩১ শে ৩১ হবেই। বিজেপি যতই চেষ্টা করুক না, মানুষের হদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবে না। অভিষেক আজ স্লোগান তোলেন, ‘বলছে বাংলার জনতা, নবান্নে আবার মমতা’।

অন্যদিকে, নাম না করে দীনেশ ত্রিবেদীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘বলছে দম বন্ধ হয়ে আসছে। আর বিজেপির আইসিইউতে গিয়ে বসে আছে। মানুষ তো আগামী দিনে দম বন্ধ করবে। টিকবে না কোনও ফন্দি। বাংলার মানুষ জবাব দেবেন’।

হতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তাঁর নাম মুখে আনতে ভয় পান অমিত শাহ। আজ দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভাববাচ্যে কথা বলেন কেন? আপনার কথায় তো ইডি-সিবিআই ওঠে বসে। আমার নাম নিতে ভয় কেন? ‘ইয়ে ডর আচ্ছা হ্যায়’। আমি নাম নিয়ে বলছি, অমিত শাহ বহিরাগত, রাজনাথ সিংহ বহিরাগত, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত।’’

দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য টেনে অভিষেক বলেন, ‘‘দিলীপ ঘোষ বলেছেন মা দুর্গার কোনও পরিচয় নেই। মা-বোনেদের বলব, যারা নারীদের সম্মান করতে জানে না, যারা হাথরসের মতো ঘটনা ঘটায়, তাদের দিল্লি বিদায় করুন। এই মুহূর্তে পশ্চিমভ্হেই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। তাই ওদের এত জ্বালা। বলছে, দুর্গার পিতৃপরিচয় নেই? কত ঔদ্ধত্য ভাবুন।মহিষাসুর বধ মনে আছে তো? সে ভাবেই বধ করা হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক দিকে, আর এক দিকে, বিজেপি, ইডি-সিবিআই, জগাই-মাধাই। মহিষাসুর বধ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।’’

দেখে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্যের বিশেষ অংশগুলি:

• নোট নেবেন পদ্মফুলের, ভোট দেবেন জোড়াফুলে। টাকা দিলে নেবেন। কাজে লাগাবেন। ভোট কিন্তু জোড়াফুলেই দেবেন।

• পদ নয় পতাকা, নেত্রী শুধু মমতা। বলছে বাংলার জনতা, নবান্নে আবার মমতা।

• অমিত শাহ বলেছেন, মমতাজিও জয় শ্রীরাম বলবেন। আমিও বলছি, তোমাদের দিয়ে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব।

• ভোটে জিতলে ১৮ হাজার টাকা করে দেওয়ার কথা বলছেন অমিত শাহ। বাংলার মানুষকে এ ভাবে কেনা যায় না।

• উদ্বাস্তু তাড়াতে এত উৎসাহ, অরুণাচল থেকে আগে চিনকে হটিয়ে দেখাক দেখি।

• বাংলার সংস্কৃতি জানে না এরা। ক’দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী বলে গিয়েছেন বিবেকানন্দ ঠাকুর।

• ক্ষমতায় এলে মতুয়াদের নাগরিকত্ব দেবে বলছে। মতুয়ারা যদি নাগরিকই না হন। তাহলে কাদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন?

• মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর জীবনযাত্রায় কোনও পরিবর্তন নেই। আর বিজেপি নেতাদের দেখুন।

• প্রতি বছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা কেটে নিয়ে যায় কেন্দ্র। ওই টাকা কি মোদির টাকা। এটা সাধারণ মানুষের টাকা। তার পর আমপানে ১ হাজার টাকা দিয়ে বলছে, মোদীজি টাকা পাঠিয়েছেন। বসিরহাটের দিকে ১৫ মিনিট হেলিকপ্টার নমিয়ে ঘুরেই পালিয়ে গিয়েছেন মোদী। আর মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরেছেন।

• কারা বিজেপি-র সঙ্গে ভিতরে ভিতরে যোগাযোগ রাখছিল জেখলেন তো? দলের স্টিয়ারিং এখন একা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

• বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও উন্নয়ন করেনি। অথচ দিলীপ ঘোষের বাড়ির লোকই স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছেন।

• উত্তরপ্রদেশের গুটখার থুতুতে বাংলার লোহা জং ধরবে না। আগামী ৫০ বছর বাংলায় তৃণমূল থাকবে।

• নেতাজি কি রাজনীতির পাত্র? ভিক্টোরিয়ায় নেতাজির জন্মদিনে এক জন মহিলাকে অসম্মান করছে? বাংলার লোক বলে গাত্রদাহ? এটা মমতাকে মুখ্যমন্ত্রীর করার লড়াই নয়, এটা বহিরাগতদের বাংলা থেকে হটানোর লড়াই

• এই মুহূর্তে পশ্চিমবঙ্গেই এক জন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। তাই ওদের এত সমস্যা।

• দিলীপ ঘোষ বলেছেন মা দুর্গার কোনও পরিচয় নেই। মা-বোনেদের বলব, যারা নারীদের সম্মান করতে জানে না, যারা হাথরস ঘটায়, তাদের দিল্লি বিদায় করুন।

• জয় শ্রীরাম না বলে জয় সিয়া রাম বলার ক্ষমতা আছে বিজেপির। করতে পারবে না। কারণ মহিলাদের সম্মান দিতে জানে না এরা।

• মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বাইরে থেকে নেতা আনাতে হচ্ছে, তৃণমূল থেকে নেতা ভাঙাতে হচ্ছে।

• আমাকে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে লাভ নেই। আমার গলা কেটে দিলেও ‘জয় বাংলা’, ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ জিন্দাবাদই বেরোবে।

• ভাববাচ্যে কথা বলেন কেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, আপনার কথায় ইডি-সিবিআই ওঠে বসে, আমার নিতে ভয় কেন? ‘ইয়ে ডর আচ্ছা হ্যায়’। আমি নাম নিয়ে বলছি, অমিত শাহ বহিরাগত, রাজনাথ সিংহ বহিরাগত, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত।

• চুরি করতে সুবিধা হবে বলে ডাবল ইঞ্জিন সরকার, যাতে চুরি করলে ধরা না পড়ে। যেমন গুজরাতে চোর ধরা পড়ে না।

• বিজেপির মুখে শুধু জয় শ্রীরাম, বলছে ডাবল ইঞ্জিন সরকার বানাব, মমতার এক ইঞ্জিনের সরকার তো আগে সরিয়ে দেখাক

• যারা বলছে এই বার ২০০ পার, এই মাঠে সভা করে দেখাও

• বিজেপি নেতাদের মুখে উন্নয়নের কোনও কথা নেই

• ৩১-এ ৩১ পাওয়ার আগে একটা পদ্ম ফুটিয়ে দেখান

• ৫ ফুট ২ ইঞ্চির মহিলা, টালির ছাদের নীচে থাকেন, হওয়াই চটি পরে গ্রামাঞ্চলে ঘুরে বেড়ান, তাঁর বিরুদ্ধে মোকাবিলা করতে বাইরে থেকে লোক আনতে হচ্ছে বিজেপি-কে

• আগে সোনার রাজস্থান, সোনার হরিয়ানা বানান, তার পর বাংলার দিকে চোখ তুলে তাকাবেন।

আজ কুলপির জনসভার পর সোনারপুর থেকে কামালগাজি অবধি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেখানে তিনি বলেন, ভোটের আগে পদ্ম ফুল টাকা দিলে নিয়ে নিন কিন্তু ভোটটা জোড়া ফুলে দিন কারণ এই টাকা আমার আপনার টাকা যেটা কেন্দ্র দিনের পর দিন আমাদের থেকে নিয়ে যাচ্ছে কিন্তু প্রাপ্য টাকা দিচ্ছে না। তিনি বলেন, বিজেপির সঙ্গে লড়াইয়ের কারণ তারা তাদের বহিরাগত সংস্কৃতি বাংলার ওপর চাপিয়ে দিতে চাইছে।

তিনি অমিত শাহকে আবারও চ্যালেঞ্জ জানান মুখোমুখি বিতর্কে বসার জন্য। অভিষেক বলেন, তার গলা কেটে ফেললেও তিনি ‘জয় বাংলা’ ও ‘জয় মমতা ব্যানার্জি’ বলে যাবেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি কখনই দিল্লির কাছে মাথা নত করবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#kulpi, #abhishek banerjee, #Trinamool Congress

আরো দেখুন