ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক পেজ, অভিযোগ দায়ের লালবাজারে

এখনও পর্যন্ত ৭৮ হাজার ২৬৯ জন ফলো করেছেন ভুয়ো এই ফেসবুক পেজটি। গোটা বিষয়টি নিয়ে বেশ বিরক্ত সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়।

February 17, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ফেসবুকে ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নামে তৈরি হল ভুয়ো ফেসবুক পেজ। ডোনা গঙ্গোপাধ্যায়ের নামের ভুয়ো ফেসবুক পেজটি (Facebook Page) থেকে একের পর এক আপত্তিকর পোস্টও করা হয়। ইতিমধ্যেই এ নিয়ে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে দায়ের করা হয়েছে অভিযোগ। দিনের পর দিন রাজ্যে বেড়েই চলেছে সাইবার ক্রাইম।

ভিভিআইপিদের নামে সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে নানা ভুয়ো অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো অ্যাকাউন্ট গুলি থেকেই পোস্ট করা হচ্ছে আপত্তিকর সমস্ত ছবি কিংবা লেখা। ভুয়ো সেই ফেসবুক পেজ থেকে লাগাতার পোস্ট করার কারণে বেড়ে চলেছে এর ফলোয়ারের সংখ্যাও। এখনও পর্যন্ত ৭৮ হাজার ২৬৯ জন ফলো করেছেন ভুয়ো এই ফেসবুক পেজটি। গোটা বিষয়টি নিয়ে বেশ বিরক্ত সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। পেজটি যে তাঁর নয়, সে বিষয়টিও নিশ্চিত করে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের কন্যা সানার নামেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen