উত্তরবঙ্গে ফ্লপ বিজেপির পরিবর্তন যাত্রা

সভায় লোক না হয় নিয়ে সাফাই দেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী

February 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রত্যাশার পারদ অনেকটা চড়ে থাকলেও বাস্তব অন্য কথা বলল। পরিবর্তন যাত্রাকে (Parivartan Jatra) সামনে রেখে জলপাইগুড়ি শহরে বিজেপির(BJP) সভা ছিল শুক্রবার। কিন্তু জনসমাগম না হওয়ায় হতাশ হতে হয় দলীয় নেতাদের। লোক না হওয়ায় অনেকটা দেরিতে শুরু হয় সভা। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়দের(Rajib Banerjee) মত নেতাদের আসার কথা থাকলেও লোক না হওয়ায় অনুপস্থিত ছিলেন তারাও। পাশাপাশি, নেপালি কবি ভানুভক্তের মূর্তির কাছে রথ নিয়ে যাওয়া কথা থাকলেও যাওয়া হয়নি বলে ক্ষোভ ছড়ায় মানুষের মধ্যে।

সভায় লোক না হয় নিয়ে সাফাই দেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী (Bapi Goswami)। যানজটকে ঢাল করে সংগঠনের দুর্বলতা ঢাকতে চান তিনি। যদিও, শুধু জলপাইগুড়ি নয়, কোচবিহার থেকে শুরু হওয়া এই যাত্রায় উত্তরবঙ্গ জুড়েই লোক হচ্ছে না বলে গেরুয়া শিবিরে উৎকণ্ঠা। বিজেপি চাইছে যাত্রার পরের সভা শিলিগুড়িতে লোক জড় করে তাক লাগানোর। সেটা কতটা সফল হবে, সময়ই বলবে। হেভিওয়েট নেতারাও এই যাত্রা এড়িয়ে গেছেন উত্তরবঙ্গে, যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

যদিও, শুধু উত্তরবঙ্গ নয়, বাংলা জুড়েই এক চিত্র জেলায় জেলায়। ঝাড়গ্রামে খোদ জেপি নাড্ডা মঞ্চে না উঠে চলে গিয়েছিলেন জনসমাগম না হওয়ায়। খড়্গপুরে দিলীপ ঘোষের (Dilip Ghosh)সভাতেও একই চিত্র। এমনকি শিল্পাঞ্চলেও লোক হয়নি বিজেপির সভায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen