উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে উন্নয়ন হয়নি, প্রচারে তৃণমূল

February 26, 2021 | 2 min read

বিজেপি(BJP) পরিচালিত পঞ্চায়েতগুলিতে উন্নয়নের কোনও কাজই হচ্ছে না। ফলে সেখানকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে ভোটের মুখে সরব হল তৃণমূল(TMC)। তাদের বক্তব্য, গাজোল ব্লকের বিজেপি পরিচালিত গাজোল (Gazole)১, গাজোল ২, রানিগঞ্জ ১, রানিগঞ্জ ২, মাঝরা, চাকনগর গ্রাম পঞ্চায়েতগুলিতে কোনও উন্নয়ন হয়নি। সেখানকার প্রত্যন্ত গ্রামগুলিতে রাস্তাঘাট কাঁচা, পানীয় জলের অভাব, নিকাশি সমস্যাও এখনও অনেকটাই রয়ে গিয়েছে। বিশেষ করে গাজোল সদরের অবস্থা ভালো নেই। আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা এখনও তৈরি হয়নি। বিনোদনের জন্য বড় কোনও পার্কও গড়ে ওঠেনি। পঞ্চায়েতে ক্ষমতায় থেকেও উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। তাদের এই ব্যর্থতাকে তুলে ধরেই বিধানসভা ভোটে ইস্যু করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 


বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলি যে উন্নয়নের কোনও কাজ করতে পারছে না, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সেটাই বোঝানো হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। যদিও তাদের পরিচালিত পঞ্চায়েত এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ মানতে নারাজ বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি যতটুকু অর্থ পেয়েছে, তা দিয়ে সঠিক উন্নয়ন হয়েছে। উন্নয়নের প্রশ্নে বিজেপির পাল্টা অভিযোগ, মালদহ জেলা পরিষদ ও স্থানীয় পঞ্চায়েত সমিতি তৃণমূলের অধীনে। তারা বিজেপি পরিচালিত পঞ্চায়েতকে বঞ্চনা করছে। 


গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ বলেন, গাজোলে তৃণমূল পরিচালিত সব গ্রামেই ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু বিজেপি পরিচালিত কয়েকটি গ্রাম পঞ্চায়েত থাকলেও তারা কোনও উন্নয়ন করতে পারেনি। ওইসব পঞ্চায়েত এলাকার বেশিরভাগ রাস্তাঘাট কাঁচা। পরিস্রুত পানীয় জলের অভাব থেকে গিয়েছে। গাজোল সদর পঞ্চায়েতের নিজস্ব আয়ের সংস্থান রয়েছে। কিন্ত কোনও উন্নয়ন হয়নি। ঠিকমতো আবর্জনা সাফাই হয় না। এলাকার নিকাশি নালাগুলি বেহাল। এককথায়, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে উন্নয়ন থমকে রয়েছে। বিধানসভা ভোটে গাজোলের মানুষকে আমরা এটাই বোঝাব যে, আসলে বিজেপি কোনও উন্নয়নই করতে পারে না। গাজোলের বাসিন্দা তথা বিজেপির মালদহ জেলা সহ সভাপতি মিলন দাসের বক্তব্য, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত যে টাকা পেয়েছে, এলাকায় তা দিয়ে সঠিক উন্নয়ন হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Panchayet, #bjp

আরো দেখুন