জাতপাতের রাজনীতিতে বিজেপির নতুন বন্ধু সিপিএম এবং কংগ্রেস: তৃণমূল
‘বিজেপি ফেক নিউজের কারখানা। বাংলার নামে অপপ্রচার করে ওরা মানুষের সাথে প্রতারণা করছে।’ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বিজেপিকে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)।
তিনি বলেন, ‘রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি নিয়ে মিথ্যে কথা বলছে বিজেপি (BJP)। ‘
সরকারের কোন সামাজিক প্রকল্পে কতো মানুষ উপকৃত হয়েছেন মন্ত্রী এদিন তার খতিয়ান তুলে ধরেন।
দেখে নেওয়া যাক কি বললেন তিনি:
•ইতিমধ্যেই ৮৫ লক্ষেরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে।
•খাদ্যসাথী প্রকল্পে পরিষেবা পেয়েছেন ২০ লক্ষ ১৩ হাজার মানুষ।
•কাস্ট সার্টিফিকেট পেয়েছেন ২২ লক্ষ ৪৪ হাজার মানুষ।
•কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত হয়েছেন ১১ লক্ষেরও বেশি মানুষ।
•বার্ধক্য ও বিধবা ভাতা পেয়েছেন ১৫ লক্ষ মানুষ।
•কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়েছে ৩ লক্ষেরও বেশি ছাত্রী।
•রূপশ্রী পেয়েছে ৯৮, ৮৭৬ জন।
•ঐক্যশ্রী পেয়েছে সাড়ে ৫ লক্ষ মানুষ।
•১০০ দিনের প্রকল্পে দেশে প্রথমস্থানে রাজ্য। ১২ লক্ষেরও বেশি শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে।
রাজ্যে শিল্প নেই, বিজেপির এই দাবিকে প্রতিহত করে মন্ত্রী বলেন, ‘রাজ্য সরকারের সহায়তায় ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্যে ব্যাংক থেকে ৬৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন রাজ্যবাসী। এতে ২৩ লক্ষ কর্ম সংস্থান হয়েছে।’
সিপিএম এবং কংগ্রেসকে কটাক্ষ করে এদিন তিনি আরো বলেন, ‘নৈতিক মতবিরোধ থাকলেও এটা আমরা গর্ব করে বলতাম, সিপিএম- কংগ্রেস জাত- পাতের রাজনীতি করে না। কিন্তু গতকাল ময়দানে তারা নিজেরাই নিজেদের চরিত্র হনন করলেন। জাতপাতের রাজনীতিতে বিজেপির নতুন বন্ধু সিপিএম (CPM) এবং কংগ্রেস (Congress)। বাংলার মানুষ সতর্ক থাকুন। ‘