নির্বাচনে লড়ছিনা তাই বলে বিজেপির পর্দাফাঁস করতে কিন্তু ছাড়বো না: অমিত মিত্র

গত ৮ মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ইউনিট প্রতি ২৬১ টাকা, প্রায় ৪৫%. এতে কষ্ট পাচ্ছে মানুষ, অমিত মিত্র বলেন।

March 7, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নির্বাচনে লড়ছিনা, মুখ্যমন্ত্রী আমার এই আবেদন গ্রহণ করেছেন, তাই বলে বিজেপির পর্দাফাঁস করতে কিন্তু ছাড়বো না, টুইট করে বললেন রাজ্যের বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)।

সেই সঙ্গে বললেন, কলকাতায় আজকে নরেন্দ্র মোদির (Narendra Modi) বক্তৃতায় শুধু অপ্রয়োজনীয় তথ্য ও ক্রোধ। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রধানমন্ত্রী রান্নার গ্যাসের (Cooking Gas) দাম বেড়ে যাওয়া নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) তোলা প্রশ্নের উত্তর দিলেন না। গত ৮ মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ইউনিট প্রতি ২৬১ টাকা, প্রায় ৪৫%. এতে কষ্ট পাচ্ছে মানুষ, অমিত মিত্র বলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen