রাজ্য বিভাগে ফিরে যান

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নবদ্বীপে পদযাত্রা তৃণমূলের

March 9, 2021 | 2 min read

আন্তর্জাতিক নারী দিবসে সোমবার নবদ্বীপে (Nabadwip) রান্নার গ্যাসের দাম বৃদ্ধির (LPG Price Hike) বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূলের মহিলা নেতৃত্ব। পথে নেমে ফাঁকা গ্যাসের সিলিন্ডার নিয়ে পদযাত্রার করার পর কাঠের উনুনে প্রতীকী রান্না করলেন মহিলারা। তা দেখতে রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ ভিড় করেন। এদিন প্রাচীন মায়াপুর উদয়ন মাঠ থেকে মহিলা কর্মীদের এই পদযাত্রা শুরু হয়।

তৃণমূল (Trinamool) মহিলা কর্মীরা পদযাত্রায় পা মেলান। গ্যাস সিলিন্ডারের দাম অত্যধিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানাতে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে পদযাত্রা করেন তাঁরা। পদযাত্রায় মহিলা তৃণমূল কর্মীদের হাতে ধরা পোস্টারে লেখা ছিল, আমরা নারীরা সুরক্ষিত, তাই, বাংলা নিজের মেয়েকেই চায়। প্রতীকী গ্যাস সিলিন্ডারে (Gas Cylinder) লেখা ছিল, দেখ মা আমি বাড়ছি কেমন করে। বিজেপিকে (BJP) কটাক্ষ করেও নানা পোস্টার লেখা হয়। বিকেলে যোগনাথতলা, পোড়ামাতলা, ঢপওয়ালির মোড়, রাধাবাজার হয়ে দণ্ডপানিতলা মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানে মহিলা তৃণমূল (Trinamool) কর্মীরা গ্যাস সিলিন্ডার ছুঁড়ে ফেলে দিয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন। রাস্তার উপর কাঠের উনুন জ্বালিয়ে হাঁড়ি চাপিয়ে প্রতীকী রান্নাও করা হয়। নবদ্বীপ শহর মহিলা তৃণমূলের সভানেত্রী মনিকা চক্রবর্তী বলেন, মোদি সরকারের আমলে দিনের পর দিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে চলেছে। এই অগ্নিমূল্যের ফলে সাধারণ মানুষের হেঁশেলে টান পড়েছে।

দাম বাড়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। তাই গ্যাস সিলিন্ডার দূরে সরিয়ে রেখে কাঠের উনুন জ্বালিয়ে প্রতীকী রান্না করে প্রতিবাদ জানানো হল। উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোমবার নবদ্বীপ ধাম স্টেশনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়। সংগঠনের সম্পাদিকা দিব্যশ্রী মল্লিক বলেন, চৈতন্যভূমি নবদ্বীপে প্রতিদিনই বহু মানুষ ঘুরতে আসেন। অনেক সময় তাঁরা সমস্যায় পড়েন। সেই অসুবিধার কথা ভেবেই এই মেশিন বসানো হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Nabadwip, #LPG Price Hike

আরো দেখুন