অ্যাস্ট্রাজেনেকার টিকায় সমস্যা নেই, জানাল ‘হু’

হু-এর এই তত্ত্বে বিশেষজ্ঞ মহলের অনেকেই সংশয় প্রকাশ করেছেন।

March 13, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ইউরোপের(Europe) বহু দেশ অ্যাস্ট্রাজেনেকার(Astrozeneca) প্রতিষেধক বন্ধ করে দিয়েছে। ওই প্রতিষেধকের প্রয়োগে রোগীদের রক্ত জমাট বাঁধার সমস্যা সামনে এসেছিল। তবে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)(WHO) জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধকের কোনও সমস্যা নেই। তা ব্যবহার করা যেতে পারে। ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, ইতালি ও রোমানিয়ায় অ্যস্ট্রাজনেকার ব্যবহার বন্ধ করা হয়েছে বলে খবর। তবে জেনেভায় হুয়ের মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকা খুবই ভালো প্রতিষেধক। অন্যান্য ভ্যাকসিনের মতো অ্যাস্ট্রাজেনেকারও ব্যবহার হওয়া উচিত।’ এমনকী ওই প্রতিধেষকের প্রয়োগে যে মৃত্যুর খবর মিলেছে, তাও যে সঠিক নয় সেকথাও উল্লেখ করেন হ্যারিস। অবশ্য হু-এর এই তত্ত্বে বিশেষজ্ঞ মহলের অনেকেই সংশয় প্রকাশ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen