দলে থেকে প্রার্থীপদ না পেয়ে অপমানে বিজেপি ছাড়লেন শোভন-বৈশাখী?
বসন্তের মাঝামাঝি ঝড় যেন থামছেই না বৈশাখী আর শোভনের জন্য। বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার আসন ঘোষণার পর দেখা গেলো বেহালা পূর্বে, যা কিনা বহুদিন ধরেই শোভন চ্যাটার্জির (Sovan Chatterjee) যেটা আসন, সেখানে প্রার্থী হয়েছেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)।
কয়েকদিন আগে, একটি টেলিভিশন চ্যানেল বৈশাখী (Baisakhi Banerjee) বলেছিলেন, পৌরুষ কাকে বলে, শোভনের থেকে জানা উচিৎ। শোভন জানালেন। পদত্যাগ করলেন বিজেপির সমস্ত পদ থেকে, বৈশাখীকে নিয়েই।
প্রশ্ন জাগছে, শোভন-বৈশাখীকে নিয়ে কতটা অসন্তুষ্ট ছিল বিজেপি (BJP)। একটু ছিল নানারকম বায়নাক্কা, উপরন্তু ব্যক্তিগত কাজের দোহাই দিয়ে রাজ্য বিজেপির নানান কর্মসূচিতেই অনুপস্থিতি , এমনকি বেহালা পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী যখন কর্মসূচি করছেন, সেখানেও ছিলেন না তারা। তাই হয়তো নিজের কেন্দ্রেই অন্য প্রার্থী দিয়ে সবক শেখানোর ইচ্ছে ছিল দলের অন্যান্য নেতাদের। তবে ইটা ঠিক, ভোটের আগের ঠান্ডা লড়াইয়ে শেষ হাসি হাসলেন রত্না চট্টোপাধ্যায়ই !