তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে এলেন যশোবন্ত সিনহা
নির্বাচনের আগে আবার চমক। তৃণমূলে কিছুদিন আগেই যোগ দিয়েছিলেন যশোবন্ত সিন্হা (Yashwant Sinha)। এবার দলের জাতীয় কর্মসমিতিতে যোগ করা হল বর্ষীয়ান এই নেতাকে। প্রসঙ্গত, এই প্রথম বিজেপি-র জাতীয় স্তরের কোনও নেতা তৃণমূলে (Trinamool) যোগ দিলেন। বরাবরই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সমালোচক হিসেবে পরিচিত তিনি।
গত শনিবার তৃণমূল ভবনে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়ে বিজেপি-র তীব্র সমালোচনা করেন তিনি। মোদী-শাহের হাতে পড়ে বিজেপি ‘ব্যক্তিকেন্দ্রিক’ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। দিল্লি থেকে বসে মোদী-শাহ দেশে স্বেচ্ছাচার চালাচ্ছেন বলেও দাবি করেন। শনিবার তৃণমূল ভবনে (Trinamool Bhavan) যশোবন্তকে দলে যোগ দেওয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং সুব্রত মুখোপাধ্যায়।
১৯৮৪ সালে জনতা দলের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া যশোবন্ত বরাবরই গেরুয়া শিবিরের অংশ ছিলেন। তিনি বিজেপি-র মুখপাত্রও ছিলেন এক সময়। অটলবিহারী বাজপেয়ীর আমলে অর্থ এবং বিদেশমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে দলের রাশ ওঠার পর থেকেই বিজেপি-র সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হতে শুরু করে যশোবন্তের।
মোদী-শাহের হাতে বিজেপি-র চিন্তা-ভাবনা গণতন্ত্র বিরোধী হয়ে দাঁড়িয়েছে বলে একাধিক বার অভিযোগ করেন তিনি। মোদী-শাহের হাতে পড়ে দল শুধু মাত্র দুই-ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন। শেষ পর্যন্ত ২০১৮ সালে বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন।