আম্বানির বাড়ির বাইরে বোমা রাখার ঘটনায় এবার জড়ালো বিজেপির নাম
মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ির সামনে তাজা বোমা বোঝাই গাড়ি রাখার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। ঘটনার সঙ্গে যুক্ত থাকা মূল অভিযুক্ত মনসুখ হীরেনের মৃতদেহ উদ্ধার করা হয় কয়েকদিন আগেই।
তবে সেই কাণ্ডের আগেই প্রকাশ্যে এসেছিল আরও এক নাম। তিনি হলেন মুম্বইয়ের উচ্চপদস্ত পুলিশ অফিসার সচিন ওয়াজকে (Sachin Vaze)। আগে থেকেই তাঁর ওপর ছিল কড়া নজর, ছিল সন্দেহ, যার আভাস পাওয়া মাত্রই মুম্বই পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তার নামে এফআইআর দায়ের করেছিল। গ্রেফতার করা হয় সচীনকে।
এইবার ঘটনার সাথে নাম জড়ালো বিজেপির (BJP)। ঘটনায় যে মার্সেডিস গাড়িটি ব্যবহার হয়েছে, যেটি সচীনের বলে দাবি করেছে পুলিশ, তা আদতে থানে বিজেপি পার্টি অফিসে বিভিন্ন কাজে ব্যবহৃত হত। ঘটনার সাথে বিজেপির যোগ থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।