বিজেপি কি সোনার বাংলা বহিরাগত নেতাদের হাতে গড়বে? প্রশ্ন তৃণমূলের

সাংসদ অভিযোগ তোলেন সবেতেই তৃণমূলকে অনুসরণ করছে বিজেপি।

March 21, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

‘বঙ্গ বিজেপিতে(BJP) নেতৃত্ব দেওয়ার মতো কোন সক্ষম নেতা নেই।’ বিজেপির ইস্তাহার প্রকাশের পর একরকমই তীর্যক প্রতিক্রিয়া দিল তৃণমূল(TMC)। তৃণমূল ভবনে বিজেপির ইস্তাহার প্রকাশের পর প্রতিক্রিয়া দিতে দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করেন সাংসদ সৌগত রায়(Saugata Roy) এবং রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন(Derek O Brien)।

সৌগত বাবু কটাক্ষ করে বলেন, ‘বাংলার নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন গুজরাট এবং মধ্যপ্রদেশের নেতা। বাঙালি নেতা মঞ্চে উপস্থিত থাকলেও তিনি কিছুই বলার অনুমতি পাননি। বঙ্গ নেতাদের প্রার্থী বাছাই করতেও দিল্লিতে অনুমতি নিতে ছুটে যেতে হয়। বাংলায় বিজেপির কোন যোগ্য নেতা নেই।’

সাংসদ অভিযোগ তোলেন সবেতেই তৃণমূলকে অনুসরণ করছে বিজেপি।

সাংসদ এদিন আরো বলেন, ‘ইস্তাহার মানে রাজনৈতিক প্রতিশ্রুতি। বিজেপি আজ অবধি কোন প্রতিশ্রুতি রেখেছে? কালো টাকা ফেরানো, ১৫ লক্ষ টাকা দেওয়া থেকে ২ কোটি চাকরি সবেতেই মিথ্যে বলে গেছে এই দল।’

সৌগত রায় আরো বলেন, ‘সিএএ নিয়ে ইস্তাহারে বিজেপি বলেছে বাংলায় ক্ষমতায় এলে মন্ত্রীসভায় সিএএ আইন পাশ করাবে। কেন্দ্রীয় আইনে মন্ত্রীসভার অনুমোদন লাগে না। এখানেও মিথ্যে বলছে। নাগরিকত্ব দেওয়ার নাম করে আসামে এনআরসি করে লক্ষ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে।’

বিজেপির ইস্তাহারে মহিলা বিষয়ক উন্নয়নের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তর প্রদেশ, আসামে মহিলাদের সাথে কি হচ্ছে আমরা দেখছি। উন্নাও, হাথরাসের ঘটনা তার জল জ্যান্ত প্রমাণ। ওই রাজ্যগুলোতে তো বিজেপি শাসন। মহিলাদের কি উন্নতি হয়েছে?

‘সোনার বাংলা গড়ার প্রসঙ্গে সাংসদ বলেন, ‘সোনার বাংলা কি বিজেপি বহিরাগত নেতাদের দিয়ে গড়বে?’

এছাড়াও এইদিন সাংসদরা তৃণমূলের ইস্তাহারের দশ অঙ্গীকারের কথা তুলে ধরেন। সেগুলি হল:

১. দুয়ারে দুয়ারে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে।

২. দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা ২০% থেকে ৫% করা হবে।

৩. রাজ্যে বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা।

৪. রাজ্যে বেকারত্বের হার অর্ধেকে নামিয়ে আনা।

৫. প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে মাসিক ৫০০ টাকা ভাতা (তপশিলিদের ১০০০ টাকা)

৬. কৃষক বন্ধু প্রকল্পের বছর ১০ হাজার টাকা করে পাবেন ৬৮ লক্ষ কৃষক।

৭. বড় শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট তৈরি।

৮. প্রতিটি ব্লকে মডেল আবাসিক স্কুল তৈরি। সবল-যুব নামে নয়া প্রকল্প চালু। এই প্রকল্পে Student credit card-র মাধ্যমে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে পড়ুয়াদের।

৯. বাংলার বাড়ি প্রকল্পের ১০ লক্ষ আবাসন তৈরি।

১০. প্রতিটি ঘরে জল ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen