ডেবরায় নুসরতের সভায় মহিলাদের ঢল

সাংসদ বলেন, এই মাটি শহিদ ক্ষুদিরামের আত্মবলিদানের মাটি, নন্দীগ্রামের শহিদের মাটি।

March 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ডেবরার(Debra) গোলগ্রামে বুধবার তৃণমূলের(TMC) সাংসদ নুসরত জাহানের(Nusrat Jahan) নির্বাচনী সভায় মহিলাদের ঢল নামল। হেলিপ্যাড থেকে তিনি হেঁটে সভাস্থলে আসেন। সেই রাস্তার দু’ধারে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভাস্থলেও এদিন সব বয়সের মহিলাদের ব্যাপক উদ্দীপনা, উৎসাহ লক্ষ্য করা যায়। পুরুষদের উপস্থিতি ছিল নামমাত্র। নুসরত আসার অনেক আগে থেকেই দলে দলে মহিলারা সভাস্থলে চলে আসেন। তা দেখে সভা শুরুর আগে নুসরত বলেন, এখানে মহিলাদের ভিড় অনেক বেশি। মনে রাখবেন মহিলা শক্তিই এই বাংলার সবচেয়ে বড় শক্তি। এদিন নুসরত দলীয় প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের সমর্থনে সভা করেন। ছিলেন বিদায়ী বিধায়ক সেলিমা খাতুন বিবিও।


সাংসদ বলেন, এই মাটি শহিদ ক্ষুদিরামের আত্মবলিদানের মাটি, নন্দীগ্রামের শহিদের মাটি। আমার বিশ্বাস পশ্চিম মেদিনীপুরের এই মাটি দিদির হাত শক্ত করবে। এই বাংলা একটাই মুখ চেনে। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পা থেকে মাথা পর্যন্ত আঘাত নিয়ে তিনি বাংলার মানুষের জন্য লড়াই করে আসছেন। তাঁদের উন্নয়নের কথা ভাবছেন। তিনি বলেন, যদি আমাদের ও আমাদের দলের তরফে কোনও ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দেবেন। শুধু দিদির মুখটা মনে রাখবেন। বিপদে যখন ন’কোটি, বাঁচাবে তখন হাওয়াই চটি। আপনারা ১ এপ্রিল ভোট দেওয়ার সময় শুধু একটা কথাই মনে রাখবেন। এই বাংলা শুধু নিজের মেয়েকেই চায়। আমরা ধর্মের নামে মারামারি, খুনের বাংলা দেখতে চাই না। আমরা উন্নয়নের, ভালোবাসার, মমতার সরকার দেখতে চাই। খেলা হবেই , আমরা সেই খেলায় জিতে দেখাব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen