রঘুনাথপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে ভারতসেরা গায়ক অনীক

এদিন তিনি আড়রা পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় প্রচার সারেন। এদিন বাংলা জগতের গায়কের প্রচারে আসার খবর জানাজানি হতেই এলাকায় ভিড় উপচে পড়ে।

March 25, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

সারেগামাপা খ্যাত গায়ক অনীক ধর (Aneek Dhar) বুধবার রঘুনাথপুর বিধানসভার তৃণমূল (Trinamool) প্রার্থী শিক্ষক হাজারি বাউরির সমর্থনে প্রচার করেন। এদিন তিনি আড়রা পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় প্রচার সারেন। এদিন বাংলা জগতের গায়কের প্রচারে আসার খবর জানাজানি হতেই এলাকায় ভিড় উপচে পড়ে।

অনীক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সবার জন্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারাকে বজায় রাখতে অবশ্যই দিদিকে জেতাতে হবে। তার জন্য রঘুনাথপুর থেকে হাজারিবাবুকে জিতিয়ে নিয়ে যেতে হবে।

এদিন রঘুনাথপুরের (Raghunathpur) বিজেপি (BJP) প্রার্থী বিবেকানন্দ বাউরি কর্মী, সমর্থকদের নিয়ে চোরপাহাড়ী ও শাঁখা পঞ্চায়েত এলাকায় প্রচার করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen