বাংলার সাথে গুজরাটের তুলনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী

টুইট করে তিনি লেখেন, “গুজরাটে শিশু মৃত্যুর হার ৩১.২, যেখানে বাংলায় ২২। গুজরাটে পাঁচবছরের নীচে বয়সী শিশুদের মৃত্যুর হার ৩৭.৬, বাংলায় ২৫.৪। গুজরাটে সদ্যজাতর মৃত্যুর হার, ৩১.২ আর বাংলায় ১৫.৫’।

March 26, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বার বার বাংলাকে গুজরাট বানানোর দাবি করেছেন বিজেপির হেভিওয়েট কেন্দ্রীয় নেতারা। এবার সেই গুজরাটের শিশুস্বাস্থ্যের পরিস্থিতির সাথে বাংলার শিশুস্বাস্থ্যের তুলনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)।

টুইট করে তিনি লেখেন, “গুজরাটে শিশু মৃত্যুর হার ৩১.২, যেখানে বাংলায় ২২। গুজরাটে পাঁচবছরের নীচে বয়সী শিশুদের মৃত্যুর হার ৩৭.৬, বাংলায় ২৫.৪। গুজরাটে সদ্যজাতর মৃত্যুর হার, ৩১.২ আর বাংলায় ১৫.৫’।

অর্থমন্ত্রী আরো বলেন, ‘মোদী- শাহর কথা বিশ্বাস করবেন না। এরা সাধারণ মানুষকে ঠকায়।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen