ভোট পাবে না জেনে ইভিএম মেশিন বদলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, তৃণমুলের তোপ
এছাড়াও যশোবন্ত সিনহা বলেন, বিজেপি যেখানে হারবে জানে সেখানে অনৈতিক কাজ কর্ম করছে।
Authored By:

বিজেপি(BJP) হল ভারতীয় ঝুটা পার্টি।’ এভাবেই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করলেন প্ৰাক্তন অর্থ এবং বিদেশমন্ত্রী ও তৃণমূলের সহ সভাপতি যশোবন্ত সিনহা(Yashwant Sinha) ।
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে যশোবন্ত সিনহার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Dr Shashi Panja)।
যশোবন্ত জি সাংবাদিকদের জানান গোপন সূত্রে তাঁর কাছে খবর এসেছে যে গতকাল দিল্লিতে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং জে পি নাড্ডার গোপন বৈঠক হয়েছে। যেখানে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে যে প্রথম দুই পর্যায়ের ভোটে আশানুরূপ ফল হবে না বিজেপির। যেখানে এই দুই পর্যায়ের ভরসাতেই ছিলেন তাঁরা। তাই আগামী দিনে তাঁরা ভুঁয়ো খবর ছড়িয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করতে চায়। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্যত্র লড়তে পারেন এই সব খবর ছড়ানো হচ্ছে। যার কোন সম্ভবনাই নেই।
এছাড়াও যশোবন্ত সিনহা বলেন, বিজেপি যেখানে হারবে জানে সেখানে অনৈতিক কাজ কর্ম করছে। আসামের ঘটনা তারই প্রমাণ। ভোট পাবে না জেনে ইভিএম মেশিন বদলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশন যেন কড়া ব্যবস্থা নেয় সাংবাদিক বৈঠকে সেই আর্জিও করেন তিনি।