গুজরাট মডেল মিথ, ভিডিও দেখিয়ে প্রমান দিলো তৃণমূল

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের শুরুতেই একটি ভিডিও দেখানো হয়। ভিডিওটি আসলে গুজরাটের একটি হাসপাতালের ভিডিও। যেখানে করোনা রোগীরা বেড না পেয়ে মাটিতে শুয়ে কাতরাচ্ছেন।

April 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘গুজরাট মডেল আসলে গল্প কথা, বাস্তবের সাথে তার কোন মিল নেই’। সাংবাদিক বৈঠকে এইভাবেই গুজরাট মডেলের সমালোচনা করলেন রাজ্য সরকারের কৃষি মন্ত্রী, পূর্ণেন্দু বসু। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের শুরুতেই একটি ভিডিও দেখানো হয়। ভিডিওটি আসলে গুজরাটের একটি হাসপাতালের ভিডিও। যেখানে করোনা রোগীরা বেড না পেয়ে মাটিতে শুয়ে কাতরাচ্ছেন।

মন্ত্রী বলেন, ‘বিজেপি (BJP) গুজরাট মডেল (Gujarat Model) দেখিয়ে সোনার বাংলা গড়তে চাইছে। যে জায়গা থেকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল, সেই গুজরাটেরই এই হাল, তাহলে বাংলার কী হাল হবে।’

গুজরাট মডেলকে এদিন কটাক্ষ করে তিনি বলেন, ‘গুজরাট মডেল শুধুই মিথ।’

মন্ত্রী অভিযোগ করেন, একটা দুটো খারাপ কাজ দেখিয়ে বাংলার চরিত্র হনন করছে বিজেপি।

চাপদানিতে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বাংলায় ক্ষমতায় এলে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করার কথা বলেছেন। সাংবাদিক বৈঠকে সেই বক্তৃতার ভিডিও -ও দেখানো হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘নর- নারীর পবিত্র সম্পর্ককে বিজেপি চরম মনুবাদী কায়দায় নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে। যারা ভালোবাসে তাঁদের যারা বিরক্ত করে তাদের বিরুদ্ধে স্কোয়াড তৈরি করা উচিৎ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen