এসভিএফের নববর্ষের উপহার, মুক্তি পেল গোলন্দাজের টিজার

ছবিতে অভিনয়ে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, দেব, ইশা সাহা, ইন্দ্রাশিষ রায়। ছবির পরিচালনাতে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

April 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঙালি মানেই ফুটবল প্রেমী। সেই ফুটবল পায়ে নিয়ে স্বর্নযুগের ইতিহাসের গল্পই তুলে ধরতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা দেব। জনৈক্য ফুটবল খেলোয়াড় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী এবার বড় পর্দায় তুলে ধরবেন দেব। ভারতের বুকে ফুটবলের আমেজ প্রথম তিনিই নিয়ে এসেছিল। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি ফিকে হয়ে যাচ্ছে। এমনই সময় আবারও সেই মানুষটির কথা মনে করিয়ে দেবেন দেব। নববর্ষেই মুক্তি পায় ছবির টিজার (Teaser)।

ছবিতে অভিনয়ে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, দেব, ইশা সাহা, ইন্দ্রাশিষ রায়। ছবির পরিচালনাতে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নিজের চেনা ছক থেকে বেড়িয়ে এসে নয়া ঘরানার ছবি দর্শকদের উপহার দিচ্ছেন দেব। এরই মধ্যে বিগত কয়েক বছরে সম্পূর্ণ বাণিজ্যিক ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়ে নতুন স্বাদের ছবি উপহার দিচ্ছেন ভক্তদের। নিঃসন্দেহে গোলন্দাজ (Golondaaj) সেই তালিকার অন্যতম ছবি।

ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে টিজার। ২ লক্ষাধিক ভিউ এসেছে ইউটিউবে। দেখুন সেই টিজার:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen