রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর অডিও টেপ ফাঁস নিয়ে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল

April 17, 2021 | < 1 min read

শীতলকুচিকাণ্ডের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলীয় প্রার্থী পার্থপ্রতিম রায়ের(Partha Pratim Ray) কথোপকথনের একটি অডিও টেপ প্রকাশ করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। পঞ্চম দফা ভোটের দিন অর্থাৎ শনিবার সেই অডিও টেপ নিয়ে কমিশনে নালিশ করে বিজেপি। ওইদিনই কমিশনের কাছে এই বিষয়ে পাল্টা নালিশ করল তৃণমূল।

মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ নিয়ে যান তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন দলের সহসভাপতি যশোবন্ত সিনহা (Yashwant Sinha), রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু (Purnendu Basu) এবং রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন(Derek O Brien)। মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে কথা বলে সাংবাদিক বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে পূর্ণেন্দু বাবু জানান, ‘ব্যক্তিগত পরিসরে ঢুকছে বিজেপি। আমাদের সাংবিধানিক অধিকারগুলিকে পদদলিত করা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রীর ফোন অবধি ট্যাপ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিজেপির এই আচরণ, ভারতীয় সংবিধান বিরোধী। ভারতীয় পেনাল কোর্ট এক্ট ১৮৬০, ইনফরমেশন টেকনোলজি এক্ট ২০০০, ভারতীয় টেলিগ্রাফ এক্ট ১৮৮৫ লঙ্ঘন করেছে বিজেপি। এই মর্মে আমরা কমিশনকে চিঠি দিয়েছি। আমরা চাই এর বিরুদ্ধে স্বত্তর ব্যবস্থা নিক কমিশন।’

কৃষিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক যুদ্ধে জিততে না পেরে ফোন ট্যাপ করাকে অস্ত্র বানিয়েছে বিজেপি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Yashwant Sinha

আরো দেখুন