করোনা আক্রান্ত ‘রানীমা’ দিতিপ্রিয়া

এই ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন রাসমণির অনুপস্থিতি ধারাবাহিকের টিআরপিতে কামড় বসায় কি না দেখা যাক।

April 30, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

টলিপাড়ায় আবার করোনা হামলা। এবারে সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অভিনেত্রীর মা ও বাবাও করোনায় (COVID-19) আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এখন অনেকটা ভালো আছি। ডাক্তারের পরামর্শ মেনে আমরা সবাই বাড়িতেই রয়েছি।’ যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে তিনি শ্যুটিংয়ে ফিরতে চাইছেন। ইউনিটের আরও অনেকেই করোনা পরীক্ষা করাবেন বলে খবর।

তবে, রানিমার অসুস্থতার খবর পেয়ে বেজায় চিন্তায় ধারাবাহিকের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তাঁরা বার্তা পোস্ট করছেন। এই ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন রাসমণির অনুপস্থিতি ধারাবাহিকের টিআরপিতে কামড় বসায় কি না দেখা যাক। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen