তথ্য যাচাই বিভাগে ফিরে যান

বাংলায় সন্ত্রাস বলে অন্য রাজ্যের ভিডিও ব্যবহার করল বিজেপি

May 4, 2021 | < 1 min read

রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি যথাক্রমে ২১৩ এবং ৭৭ টি করে আসন পেয়েছে। কিন্তু ফল প্রকাশের পর থেকেই জায়গায় জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। বিজেপির (BJP) দাবি তাদের সমর্থকরা আক্রান্ত হচ্ছে। খুন, ধর্ষণ, লুটপাট সব অভিযোগই তৃণমূলের দিকে। যদিও তৃণমূল (Trinamool) এই সব অভিযোগই অস্বীকার করেছে।

দাবি

এক বিজেপি সমর্থক সম্প্রতি টুইটারে একটি ভিডিও ফুটেজ আপলোড করেছেন। দেখা যাচ্ছে জনতা পুলিশ এবং পুলিশের গাড়িকে আক্রমণ করেছে। টুইটটির সাথে দাবি করা হয়েছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে আক্রমণ করছে। সাথে #नींदसेजागोअमितशाह_जी, #presidentruleinbengal #bengalviolence ব্যবহার করা হয়েছে।

সত্যতা

ঘটনাটি আসলে ওড়িশার ভদ্রক জেলার ঘটনা। ওড়িশার এক স্থানীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারও করা হয়। তিহিরি থানার অন্তর্গত আলীনগর স্কয়ারে চলতি বছরের ১৩ জানুয়ারি এক যুবক পুলিশের ভয়ে প্রাণ হারায়। আর সেই কারণেই বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ধরে। বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যমেও সম্প্রচারিত হয়েছে এই খবর। আর সেই খবরের ভিডিও ফুটেজই বাংলার বলে চালাচ্ছে বিজেপি।

বাংলায় তৃণমূল পুলিশকে আক্রমণ করছে বিজেপির এই দাবি সম্পূর্ণ মিথ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Fake Video

আরো দেখুন