দেশ বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রী নিয়ে অসমে টানাপোড়েন, উত্তর-পূর্বের সমীকরণেই জট?

May 8, 2021 | 2 min read

অসমের ভোটে অনায়াসে ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ (NDA)। তবে এই পরিস্থিতিতেও রাজনৈতিক ‘উত্তেজনা’ বজায় থাকল সে রাজ্যে। নেপথ্যে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী ঘিরে জল্পনা। গত পাঁচ বছর ধরে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন সর্বানন্দ সোনোয়াল। তবে নিঃসন্দেহে উত্তর-পূর্বের সব থেকে বড় রাজনৈতিক নোতার নাম হয়ে উঠেছে হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।

এই পরিস্থিতিতে বিজেপির (BJP) অন্দরেই এখনও কোনও স্পষ্ট ধারণা নেই যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। এই আবহে বিজেপির রাজ্য সভাপতি রণজিত কুমার দাস বলেন, ‘এটা খুব স্পষ্ট যে পরবর্তী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়া বা হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে একজন পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। যেই এই দায়িত্ব পাবেন, খুব ভালো ভাবে তা পালন করবেন। আমি সকল বিজেপি বিধায়কের কাছে আহ্বান জানাচ্ছি যে তাঁরা কয়েকদিন অপেক্ষা করুন। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে এই বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, ‘যদি আমাকে এই বিষয়ে প্রশ্ন করেন, তাহলে আমি কী বলব। মুখ্যমন্ত্রীর পদ তো ফাঁকা থাকবে না। কেউ না কেউ তো বসবে। আপনার উচিত কোনও তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করা। আমাকে এশব প্রশ্ন কে বিব্রত করবেন না।’

যদিও, বিজেপি সূত্রে খবর, হিমন্ত বিশ্ব শর্মাকে অসমের মুখ্যমন্ত্রী না করলে তিনি হয়তো বিজেপি ত্যাগ করতে পারেন। সে ক্ষেত্রে শুধু অসমে নয়, প্রভাব পড়বে উত্তর পূর্ব ভারতের বহু রাজ্যের সরকারের ওপর। বিধায়ক কেনাবেচা করে তৈরি এই সরকারগুলি স্থায়ী হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। সেই কারণেই দিল্লিতে আলোচনায় দলের শীর্ষ নেতৃত্ব।

তবে, একদিকে যখন কেরল, তামিল নাড়ু এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে নিয়েছেন, সেখানে অসমে এখনও সরকার গড়তে না পেরে ব্যাকফুটে বিজেপি – বিশ্বের ‘সর্ববৃহৎ’ রাজনৈতিক দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Himanta Biswa Sarma, #assam

আরো দেখুন