ফের মানবিকতার নজির দেবের, নিজের রেস্তোঁরা থেকে বিনামূল্যে খাবার পৌঁছে দেবেন কোভিড রোগীদের
গত বছরে বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার বন্দোবস্ত করেছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রমাগত মানুষকে সতর্ক করে গিয়েছেন। ভোটের প্রচারে করতে গিয়েও সবার আগে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। “আগে মানুষের জীবন তারপর ভোট”— প্রায় প্রত্যেক প্রচারের মঞ্চেই একথা বলেছিলেন দেব (Dev)। এবার করোনা (Corona Virus) আক্রান্তদের জন্য বিনামূল্যে নিজের রেস্তরাঁ থেকে খাবার সরবরাহ করছেন তারকা সাংসদ।
সোমবারই সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন পদক্ষেপের কথা জানান দেব। ছবি পোস্ট করে লেখেন, “আমাদের টিম টলি টেলস (দেবের রেস্তরাঁর নাম) এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্ট মিলে আজ থেকে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছি। আজ আমরা ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলেই টলি টেলসের এই পরিষেবা নিতে পারেন।”
দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কোভিড আক্রান্তদের জন্য এই খাবার ‘টলি টেলস’-এর খাবার বিতরণের কেন্দ্র থেকে নেওয়া যাবে। ছবিতে রেস্তরাঁর ঠিকানাও দেওয়া রয়েছে। যেখানে এই সময়ের মধ্যে গেলেই দুপুরের খাবার বিনামূলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে করোনা আক্রান্তদের আত্মীয় পরিজনদের জন্য বিনা খরচে খাবারের বন্দোবস্ত করেছিলেন দেব। এছাড়াও করোনা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য ক্রমাগত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করে চলেছেন তিনি।