বর্ষীয়ান নেতা সুব্রতর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবার
শারীরিক অসুবিধার কারণ দেখিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হাসপাতালে রাখার আর্জি জানাল তাঁর পরিবার। সোমবার সুব্রতর পরিবারের সদস্যরা সিবিআইয়ের কাছে আবেদন জানান, বর্ষীয়ান ওই নেতাকে জেলে নয়, হাসপাতালে রাখা হোক। কারণ তাঁর শারীরিক অবস্থা ভাল নেই। মানসিক ভাবে ভেঙে পড়েছেন সুব্রত। মন্ত্রীর পরিবারের ওই আবেদন নিয়ে অবশ্য কোনও উচ্যবাচ্য করেননি সিবিআইয়ের আধিকারিকরা। তাঁরা শুধু জানিয়েছেন, বর্ষীয়ান ওই নেতার শারীরিক পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার নারদ-কাণ্ডে সুব্রত-সহ ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। দিনভর তাঁদেরকে সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে আটকে রাখা হয়। সেখান থেকেই অভিযুক্ত নেতা-মন্ত্রীরা ব্যাঙ্কশাল কোর্টের ভার্চুয়াল শুনানিতে অংশ গ্রহন করেন। সন্ধ্যায় কোর্ট অভিযুক্তদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। পরে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্ট নিম্ন আদালতের রায়কে খারিজ করে দেয়। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ অভিযুক্তদের বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই মতো সোমবার মাঝরাতে ফিরহাদ, সুব্রতদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার কাজ শুরু করে সিবিআই ও পুলিশ। তারপরই সুব্রতর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে চিন্তা পরিবারের লোকেরা। তাঁরা সিবিআই আধিকারিকদের কাছে আর্জি জানায়, সুব্রত বয়স হয়েছে। শারীরিক ও মানসিক ভাবেই সোমবার তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে। এই অবস্থায় তাঁর চিকিৎসার প্রয়োজন। তাই আপাতত দু’দিন সুব্রতকে হাসপাতালে নজরদারিতে রাখা হোক।
সুব্রত পরিবারের আর্জি নিয়ে মন্তব্য করেননি সিবিআই। তাঁরা শুধু জানিয়েছে, শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে সকলের চিকিৎসার ব্যবস্থা করা হবে। সে ক্ষেত্রে কোথায় তা করা হবে নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের যে হাসপাতাল রয়েছে সেখানেই নেতা-মন্ত্রীদের যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। কারও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জেল হাসপাতালে রাখা হবে।