কোভিডজয়ী সন্ধ্যা রায়, স্বস্তি শুভানুধ্যায়ীদের
চলতি মাসের শুরুতে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে প্রবীণ অভিনেত্রী ভর্তি হয়েছিলেন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে।
Authored By:

সুস্থ সন্ধ্যা রায়। করোনামুক্ত তিনি। চিকিৎসকদের দাবি, বার্ধক্যজনিত সমস্যা ছাড়া করোনা সংক্রান্ত কোনও সমস্যা আপাতত সন্ধ্যার নেই। সংক্রমণ থেকে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই শরীরে। স্বাভাবিক তাপমাত্রাতেও প্রবীণ অভিনেত্রীর অক্সিজেনের মাত্রা ৯৯। সব ঠিক থাকলে মঙ্গল বা বুধবার তিনি বাড়ি ফিরতে পারেন।
চলতি মাসের শুরুতে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে প্রবীণ অভিনেত্রী ভর্তি হয়েছিলেন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। করোনার উপসর্গ থাকায় নিভৃতবাসে রাখা হয়েছিল তাঁকে। উপসর্গ মেনেই চলছিল চিকিৎসা। অসুস্থতা বাড়তেই তাঁকে সরিয়ে নিয়ে আসা হয় অন্য আর একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, কোভিড নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। কিছুদিন আগেই ৮০-তে পা দিয়েছেন সন্ধ্যা। তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় টলিউড এবং সিনেমাপ্রেমীরা।