উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল সুব্রত মুখোপাধ্যায়কে
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ইসিজি করা হচ্ছে।
May 18, 2021
|
< 1 min read
Authored By:

আজ, মঙ্গলবার দুপুর ১২টায় এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল সুব্রত মুখোপাধ্যায়কে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আপাতত সেখানেই মন্ত্রীর রুটিন মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
১০২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ইসিজি করা হচ্ছে। তাঁকে দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র ঘোষ এবং হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সরোজ মণ্ডল।
অন্যদিকে, এদিন সকালে অসুস্থ অবস্থায় মদন মিত্রকে উডবার্নের ১০৩ নম্বর এবং শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে ১০৬ নম্বর কেবিনে।