প্রয়াত বঙ্গরত্ন প্রাপ্ত ভাওয়াইয়া গায়ক
ওনার প্রয়াণে পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া জগতে এক অপূরনীয় ক্ষতি হল।
May 22, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

চলে গেলেন ভাওয়াইয়া (Bhawaiya) সম্রাট শ্রী ধনেশ্বর রায় (Dhaneshwar Roy)। বঙ্গরত্ন তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট উপাধি প্রাপক শিল্পী তিনি। গতকাল হৃদরোগ আক্রান্ত হন, শিলিগুড়ি মেডিকেল কলেজ যাওয়ার পথেই প্রয়াত হন তিনি।
তার লেখা “ও বৈদেশা বন্ধু রে, একবার উত্তরবাংলায় আসিয়া যান” গানটির মাধ্যমে উত্তরবঙ্গে আসার আহ্বান অনেক ভ্রমনপ্রিয় মানুষকে উত্তরবঙ্গের প্রতি আকৃষ্ট করেছিল।
ওনার প্রয়াণে পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া জগতে এক অপূরনীয় ক্ষতি হল। শোকস্তব্ধ সব মহল।