রাজ্য বিভাগে ফিরে যান

সুব্রতর হার্টের ছন্দপতন, মদনের ভোকাল কর্ডে টিউমার, উদ্বিগ্ন মেডিক্যাল বোর্ড

May 22, 2021 | < 1 min read

সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) হার্টের ছন্দপতন ধরা পড়ায় উদ্বিগ্ন এসএসকেএম-এর মেডিক্যাল বোর্ড। অন্যদিকে, চিকিৎসকরা জানাচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) ভোকাল কর্ডে একটি টিউমার (tumor) ধরা পড়েছে। এই টিউমারটি কতটা মারাত্মক হয়ে উঠতে পারে মদন মিত্রের জন্য, তা জানতে আরও বেশকিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে, জানাচ্ছেন চিকিৎসকরা।

উডবার্নে ভর্তি থাকা তিন নেতা-মন্ত্রীর মধ্যে মদন মিত্রের শারীরিক অবস্থা সবথেকে গুরুতর ছিল, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। ভোটপর্বে করোনা আক্রান্ত হয়েছিলেন মদন। তার পর সুস্থ হয়ে উঠলেও, শরীর দুর্বলই ছিল। নারদ মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর, ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের ফুসফুসে ক্ষত ধরা পড়েছে। আপাতত উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর ঘরে ভর্তি তিনি।

জানা গিয়েছে, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের নেবুলাইজার এবং অক্সিজেন চলবে। আপাতত ছাড়া হচ্ছে না তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Madan Mitra, #Subrata Mukherjee

আরো দেখুন