কোভিড যোদ্ধা আশাকর্মীদের উৎসাহ ভাতা আলিপুরদুয়ারে
প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেট দেওয়া হয়। তাঁরা প্রত্যেকে স্থায়ীকরণের দাবিটি তুলেছেন। পুরসভা জানিয়েছে, নিজস্ব ফান্ড থেকে আশাকর্মীদের উৎসাহ ভাতা দেওয়া হবে।
Authored By:

কোভিড-১৯ পরিস্থিতিতে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন আশাকর্মীরা। তাই শহরাঞ্চলের আশাকর্মীদের উৎসাহ দিতে উদ্যোগী হয়েছে আলিপুরদুয়ার (Alipurduar ) পুরসভা। পুর কর্তৃপক্ষ আশাকর্মীদের ৫০০ টাকা করে উৎসাহ ভাতা দেবে। এদিকে, রবিবার আশাকর্মীদের (asha workers) সঙ্গে আলিপুরদুয়ার পুরসভার শ্মশানকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন মিউনিসিপ্যাল হলে রাজ্য সরকারের তরফে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্রনাথ মিনা, মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত প্রমুখ। মোট ২১ জন শ্মশানকর্মী ও অ্যাম্বুলেন্স চালক এবং ৩৬ জন আশাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। এই কোভিড যোদ্ধাদের হাতে সরকারের দেওয়া শংসাপত্র তুলে দেন জেলাশাসক। প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার ও খাবারের প্যাকেট দেওয়া হয়। তাঁরা প্রত্যেকে স্থায়ীকরণের দাবিটি তুলেছেন। পুরসভা জানিয়েছে, নিজস্ব ফান্ড থেকে আশাকর্মীদের উৎসাহ ভাতা দেওয়া হবে।