২১ জুন থেকে পূর্ব রেলে পুরোদস্তুর চালু হচ্ছে দূরপাল্লার ট্রেন
আগামী ২১ জুন পূর্ব রেলে দূরপাল্লার ট্রেন (Long distance Trains) পুরোদস্তুর চালু হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই জোনে ২০০টি দূরপাল্লার ট্রেন চলে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে তা কার্যত বন্ধ ছিল। রেল সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন অংশকে মারণ করোনা ‘পূর্ণ গ্রাস’ করে ফেলেছিল। যার জেরে দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রি তলানিতে নেমে আসে। এই পরিস্থিতিতে অধিকাংশ ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। তবে বর্তমানে গোটা দেশে করোনার চিত্র মোটের উপর আশাব্যঞ্জক। দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমেই নিম্মমুখী। বাংলায় করোনার হালও সন্তোষজনক। কিন্তু দৈনিক মৃত্যুর হার কেন্দ্র ও রাজ্যকে এখনও উদ্বেগে রেখেছে। তাই রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আত্মশাসন পর্বে কড়া অনুশাসন বজায় রেখেছে। কিন্তু রেলে ভিন রাজ্যে যাওয়ার টিকিটের চাহিদা ক্রমেই বাড়ছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, যাত্রীদের ওয়েট লিস্ট ক্রমেই বাড়ছে। সেই কথা মাথায় রেখে ২১ জুন থেকে ১৭০টি দূরপাল্লার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ধাপে ধাপে আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, আগামী দিনে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পেলে এই রুটগুলিতে স্পেশাল ট্রেন দেওয়া হবে।
এদিকে আজ, বৃহস্পতিবার থেকে হাওড়া ও শিয়ালদহ শাখায় বাড়তে চলেছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। বুধবার জামাই ষষ্ঠীতে রাজ্য সরকারি অফিস বন্ধ থাকায় ছুটির মেজাজ ছিল। বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি ক্ষেত্র নির্দিষ্ট নিয়ম মেনে ফের চালু হবে। বাড়তি যাত্রীর কথা মাথায় রেখেই শিয়ালদহ শাখায় ৪৪টি এবং হাওড়া শাখায় ২৮টি অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন চলবে। সব মিলিয়ে এই দুই শাখায় আজ থেকে যথাক্রমে ২৫১টি এবং ১২৬টি স্টাফ স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনে রেল কর্মীদের পাশাপাশি স্বাস্থ্য, হাইকোর্ট, বি এস এন এল, ডাকঘর এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উঠতে পারবেন। মঙ্গলবারই রাজ্যের পরিবহণ সচিব রাজেশকুমার
সিনহা পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দেন। সেখানে তিনি সংবাদমাধ্যমের সরকারি কার্ডধারী (অ্যাক্রিডিটেশন কার্ড) প্রতিনিধিদের স্টাফ স্পেশালে যাতাযাতের সুযোগ দিতে আবেদন করেন। রেলের তরফে নীতিগতভাবে এই আবেদনকে মঞ্জুর করা হয়। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তরফে প্রত্যেক ডিভিশনে এই নির্দেশ জানান হয়েছে।