রাজ্য বিভাগে ফিরে যান

প্রতিরক্ষায় বেসরকারিকরণ – ধর্মঘটে বাম-কংগ্রেসের সাথে আরএসএসও

June 21, 2021 | < 1 min read

অত্যন্ত সংবেদনশীল প্রতিরক্ষা শিল্পকেও এবার বেসরকারিকরণের পথে নিয়ে যেতে চাইছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। ভারতীয় সেনাবাহিনীর জন্য দরকারি নানা ধরনের আগ্নেয়াস্ত্র সহ বিবিধ সরঞ্জাম তৈরির কাজে নিযুক্ত ৪১টি কারখানা পরিচালনার ভার সামলানোর জন্য সাতটি কর্পোরেট সংস্থা তৈরির সিদ্ধান্ত করেছে মোদী মন্ত্রিসভা।

এই সিদ্ধান্তের প্রতিবাদে দলমত নির্বিশেষে বিরোধিতায় নামছে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ৮০ হাজার কর্মী। সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী ১৯ জুলাই থেকে এই কর্মীরা লাগাতার ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করেছে। সবচেয়ে লক্ষ্যণীয়, মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাম ও কংগ্রেস (Congress) সমর্থিত কর্মচারী ফেডারেশনের সঙ্গে হাতে হাত ধরে লড়াইয়ে নামার অঙ্গীকার করেছে আরএসএস (RSS) পরিচালিত বিএমএস’ও।

তিনটি স্বীকৃত কর্মচারী ফেডারেশনের শীর্ষ নেতৃত্বই রবিবার দিনভর অনলাইন বৈঠকে আলোচনা করে ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত করে। আরও তিনটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নিয়ে গঠিত চতুর্থ ফেডারেশনের নেতৃত্বও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর। আগামী ২৩ জুন যৌথভাবে এব্যাপারে প্রতিরক্ষা ও শ্রমমন্ত্রককে চিঠি দেওয়া হবে। ১ জুলাই দেওয়া হবে ধর্মঘটের নোটিস। তার মধ্যে ধর্মঘটের সমর্থনে কর্মচারীদের মধ্যে নেওয়া হবে স্ট্রাইক ব্যালট। পাশাপাশি সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার দরজাও খোলা রাখার কথা ভেবেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Congress, #RSS, #Privatisation

আরো দেখুন