কলকাতা বিভাগে ফিরে যান

বেআইনি জমি কেলেঙ্কারিতেও জড়িত ধনখড়? বিস্ফোরক অভিযোগ মহুয়ার

June 29, 2021 | < 1 min read

রাজ্যপালের বিরুদ্ধে বেআইনি জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ তুললেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। একটি টুইট করে আজ মহুয়া রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ করেন। ১৯৯৭ সালে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের একটি রায়ের ছবি তিনি আজ টুইট করেন। সেই টুইটের এই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

মহুয়ার দাবি, বিভিন্ন বিধায়ক এবং সাংসদদের নামে ফরিদাবাদ, গুরগাঁও, পাঁচকুলায় বিশেষ কোটায় জমি বরাদ্দ ছিল, যা পরবর্তীতে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট বাতিল করে দেয়। সেই তালিকায় নাম ছিল জগদীপ ধনখড়েরও (Jagdeep Dhankhar)। সেই সময় বাংলার বর্তমান রাজ্যপাল রাজস্থানের সাংসদ ছিলেন।

মহুয়া রাজ্যপালকে খোঁচা দিয়ে লেখেন, ‘সততার প্রতীক এই মানুষটির নামে বেআইনি জমি বরাদ্দ ছিল, যা পরে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট বাতিল করে। এটাও কি সাংবিধানিক আঙ্কেলজি?’

উল্লেখ্য, গতকাল একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যপালকে এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলে দাবি করেন। তাঁর দাবি, জৈন হাওয়ালা (Jain Hawala) মামলার চার্জশিটে তাঁর নাম ছিল। যদিও ধনখড়ের দাবি তাঁর নামে কোনও চার্জশিট নেই। এরপরই তৃণমূলের পাল্টা দাবি, চার্জশিটে নাম না থাকলেও, ধনখড় অস্বীকার করেননি যে এই মামলায় তাঁর নাম জড়িত ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#land scam

আরো দেখুন