দেশ বিভাগে ফিরে যান

কৃষক মঞ্চে মমতার দূত যশোবন্ত

June 30, 2021 | 2 min read

রাজধানী দিল্লির সীমানায় চলা কৃষক আন্দোলনকে (Frmers Protest) ‘মোদি বিরোধী মঞ্চ’ হিসেবে গড়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাই ‘মমতা দিদির দূত’ হয়েই মঙ্গলবার দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় হাজির হন দলের সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। বৈঠক করেন কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে। তারপর থেকেই কৃষক আন্দোলনকে মোদি বিরোধী শক্তির ঐক্যবদ্ধ মঞ্চে পরিণত করার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।


কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে গত বছরের ২৬ নভেম্বর থেকে ঠায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকদের একাধিক সংগঠন। মোদি সরকারের কাছে এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) সংক্রান্ত আইন আনার প্রস্তাব দিয়েছে তারা। কেন্দ্র অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন বাতিল করা হবে না। যদিও, সরকারের কথায় আন্দোলন থেকে সরতে নারাজ কৃষকরা। একই দাবিতে সরব তৃণমূল সহ প্রায় সব বিজেপি বিরোধী দল। আগামী বছর উত্তরপ্রদেশ সহ ছয় রাজ্যের বিধানসভা নির্বাচন। ২০২৪ সালে লোকসভা ভোট। তাই এখন থেকেই নরেন্দ্র মোদিকে দিল্লির গদি ছাড়া করার প্রস্তুতি হিসেবে কৃষক আন্দোলনকে অন্যতম মঞ্চ হিসেবে কাজে লাগাতে চাইছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মত, এই উদ্যোগে অন্যদের চেয়ে ঢের এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।


এদিন সেই তৃণমূলনেত্রীর দূত হিসেবে যশবন্ত সিনহা গাজিপুর সীমানায় হাজির হওয়ায় সন্তোষের সুর ছিল কৃষক নেতাদের গলায়। একসময় বিজেপির গুরুত্বপূর্ণ নেতা হলেও গত কয়েক বছর ধরেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে সোচ্চার যশবন্ত। তাঁর সঙ্গে বৈঠক শেষে রাকেশ টিকায়েত বলেন, ‘নবান্নে গিয়ে আমরা মমতা (Mamata Banerjee) দিদির সঙ্গে দেখা করে এসেছি। তিনি যেমন আমাদের কৃষক আন্দোলনকে সমর্থন করছেন, আমরাও তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদি বিরোধী মুখ হিসেবে জাতীয় স্তরে তুলে ধরার পক্ষে।’ বৈঠক শেষে যশবন্ত সিনহা বলেন, ‘কৃষক আন্দোলনে তৃণমূলের সমর্থন যে অব্যাহত, বিক্ষোভরত চাষিদের পাশে থেকে তা বারবার বুঝিয়ে দিচ্ছি আমরা। তৃণমূল যেভাবে মোদি বিরোধীদের এককাট্টা করতে চায়, একইভাবে কৃষকরাও চান দেশ থেকে মোদিকে সরাতে। কৃষকরা আমাদের মোদি বিরোধী অবস্থানের সঙ্গে সহমত।’ 


এর আগে প্রায় একইভাবে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাতে দিল্লি সীমানায় হাজির হয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের একাধিক এমপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদরদী অবস্থানও সেখানে তুলে ধরেন তাঁরা। সামনেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেখানে যোগ দিতে দিল্লিতে আসা তৃণমূল এমপিরা ফের আন্দোলনকে শক্তি জোগাতে যাবেন। অন্যদিকে, কৃষকরাও  কেন্দ্রের বিরুদ্ধে আরও সক্রিয় হচ্ছেন। উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে বিজেপি বিরোধী সমর্থন তৈরিতে উদ্যোগী হয়েছেন তাঁরা। সংযুক্ত কিষান মোর্চা বলেছে, ‘মোদি সরকার ইগোয় ভুগছে। ব্যক্তিস্বার্থকে বড় করে দেখছে। তাই যে অন্নদাতারা দেশের জন্য রোদে পুড়ে, জলে ভিজে সোনার ফসল ফলান, তাঁদেরই অবজ্ঞা করছেন প্রধানমন্ত্রী। এর ফল ভুগতেই হবে।’     

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Yashwant Sinha, #krishak mancha

আরো দেখুন