সোমবার নব নির্বাচিত বিধায়কদের ক্লাস নেবে তৃণমূলের পরিষদীয় দল

একুশের বিধানসভা নির্বাচনে জিতেছেন তৃণমূলের ২১৩ জন বিধায়ক।

July 3, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

‘ক্লাস’ নেওয়া হবে তৃণমূলের (TMC) নব নির্বাচিত বিধায়কদের (MLA)। বিধানসভার রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করা হবে তাঁদের। আগামী সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সব তৃণমূল বিধায়কদের প্রতিদিন অধিবেশনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এদিনও কয়েকজন বিধায়ক আসেননি। এই অবস্থায় দলের নির্দেশ, বিধানসভার অধিবেশন চলাকালীন প্রতিদিন হাজির থাকতে হবে। নেতৃত্বের তরফে সদনের বাইরে দেওয়া এই নির্দেশের সঙ্গে তাল মিলিয়ে অধিবেশন কক্ষে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও (Biman Banerjee) বিধানসভায় দলের মন্ত্রী-বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দেন। পরিষদীয় দলের নেতৃত্বের নির্দেশ মেনে চলতে হবে। এদিন খেদের সঙ্গে বিমানবাবু বলেন, বিকেলের দিকে অধিবেশনে অনেক সময় সদন কক্ষ ফাঁকা হয়ে যায়। বিধায়কদের পাশাপাশি মন্ত্রীরাও অনেকে নিজেদের ঘরে বসে থাকলেও অধিবেশন কক্ষে আসেন না। এটা যেন না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে।  


একুশের বিধানসভা নির্বাচনে জিতেছেন তৃণমূলের ২১৩ জন বিধায়ক। তারমধ্যে অনেকেই রয়েছেন নব নির্বাচিত। ফলে নতুন বিধায়কদের বিধানসভা সংক্রান্ত বিভিন্ন বিষয় অবগত করতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব তথা বর্ষীয়ান বিধায়করা। আগামী সোমবার বেলা বারোটার সময় নব নির্বাচিত বিধায়কদের ‘ক্লাস’ নেওয়া হবে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, নতুন বিধায়কদের অনেক কিছু শিখতে হবে। এদিকে, তৃণমূলের প্রত্যেক বিধায়ককে মাসে পরিষদীয় দলের তহবিলে ‘চাঁদা’ বাবদ জমা দিতে হবে দুই হাজার টাকা। সে সম্পর্কে একটি নোটিস ও অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজ বিধায়কদের দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে তা কার্যকর করা হয়েছে। এর আগে বিধায়কদের দিতে হত মাসে এক হাজার টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen