রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দু-সৌমেন্দুর ভার্চুয়াল আত্মসমর্পণ ও জামিনের আর্জি খারিজ? জল্পনা

July 3, 2021 | < 1 min read

তৃণমূলকে (TMC) বেকায়দায় ফেলতে গিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগে নিজেই রীতিমতো চাপে পড়ছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চাকরি প্রতারণাচক্রে নাম জড়ানোর পাশাপাশি রয়েছে কাঁথি পৌরসভার গোডাউন থেকে ত্রিপল চুরির অভিযোগ।

এই পরিস্থিতিতে এবারে ত্রিপল চুরি মামলায় শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কাঁথি আদালত। আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, “আদালতের কাজকর্ম স্বাভাবিক হয়ে গিয়েছে। সশরীরে হাজিরা দিতে হবে অভিযুক্তদের।

কোভিড বিধি মোতাবেক আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিয়ো কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।” এর প্রেক্ষিতে শুভেন্দুদের আবেদন খারিজ করে বিচারক নির্দেশ দেন, সশরীরে হাজির হতে হবে অভিযুক্তদের।

প্রসঙ্গত, কাঁথি পুরসভায় ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে শুভেন্দু অধিকারী , সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) ও হিমাংশু শেখর মান্নার (Himangshu Sekhar Manna)।

TwitterFacebookWhatsAppEmailShare

#tarpauline theft case, #suvendu adhikari, #Soumendu Adhikari

আরো দেখুন